Skip to content

সৌন্দর্যের দিক দিয়ে সারা-জাহ্নভিও পাত্তা পাবে না জাভেদ জাফরির মেয়ে আলাভিয়ার কাছে! দেখুন কিছু ছবি

img 20230322 090510

বলিউডের (Bollywood) দীর্ঘদিনের জনপ্রিয় অভিনেতা হলেন জাভেদ জাফরি (Jaaved Jaffery)। অনেক সিনেমায় তাকে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা গেছে। আবার পার্শ্ববর্তী বহু চরিত্রৈও অভিনয় করেছেন অভিনেতা। বেশিরভাগ সময় তিনি কমেডি করে মানুষের মন জয় করেন।

Jaaved Jaffery's

সবচেয়ে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল পোগো’র (Pogo) একটি গেম শো-এর সঞ্চালক ছিলেন তিনি। তবে আজকের এই প্রতিবেদনে তার খুব সুন্দরী মেয়ের (Jaaved Jaffery’s Daughter) সম্পর্কে আপনাদের জানাব। যিনি সৌন্দর্যের দিক থেকে যেকোনো বলিউডের অভিনেত্রীকে হার মানাতে সক্ষম।

Alavia Jaffrey

প্রসঙ্গত, অভিনেতা জাভেদ জাফরির দুবার বিবাহ করেন। তার প্রথম স্ত্রী জেবা বখতিয়ার সাথে ১৯৮৯ সালে বিয়ে হয় এবং এক বছরের মধ্যেই তাদের বিচ্ছেদ হয়ে যায়। তারপর তিনি হাবিবা জাফরিকে বিয়ে করেন এবং তাদের তিনটি সন্তান রয়েছে। তারা হলেন মিজান জাফরি (Mizan Jaffrey), আলাভিয়া জাফরি (Alavia Jaffrey) ​​এবং আব্বাস জাফরি (Aabbas Jaffrey) । তবে আজ আমরা জাভেদ জাফরির সুন্দরী কন্যা আলাভিয়া জাফরির সম্পর্কে জানব।

Alavia Jaffrey

মাত্র ২৬ বছর বয়সী আলাভিয়া জাফরিকে (Alavia Jaffrey) দেখতে অপূর্ব সুন্দর। এছাড়াও সকলেই তার স্টাইল সেন্স নিয়ে কথা বলে। তার সৌন্দর্যের কাছে বলিউডের অনেক অভিনেত্রীরাই হার মেনে যাবেন। যদিও এখনো তিনি বলিউডে ডেবিউ করেননি। তবে দর্শকরা চায় তিনি বলিউডে অভিনয় করুক।

Alavia Jaffrey

উল্লেখ্য বিষয়ে আলাভিয়া সোশ্যাল মিডিয়াতে খুবই সক্রিয় থাকতে পছন্দ করেন এবং তাঁর (@alaviaajaferi) নিজস্ব ইনস্ট্রগ্রাম অ্যাকাউন্ট (Instagram Account) রয়েছে।  সেখানে তিনি ভক্তদের সাথে নিয়মিত সুন্দর সুন্দর ছবি এবং ভিডিও শেয়ার করে নিন। পোশাক, মেকআপ, নিজস্ব ফ্যাশন নিয়ে তিনি বেশ সচেতন। বর্তমানে আলাভিয়ার সমস্ত সুন্দর সুন্দর ছবি নেটিজেনদের মধ্যে ঝড় তুলেছে।