Skip to content

সৌন্দর্য ও হটনেস এর দিক থেকে কারিশমা-কেও পিছনে ফেলে দিয়েছে তার ১৭ বছরের মেয়ে সামাইরা! দেখুন তার কিছু ছবি

img 20230425 224426

ব্যস্ততা যতই থাকুক না কেন, সব কাজের মাঝেও পরিবারকে সময় দিতে ভোলেন না কাপুর বংশের (Kapoor Family) প্রত্যেক সদস্যরা। কাজে ফাঁকে পরিবারের সাথে অনেকটা সময় কাটান তারা। খাওয়া দাওয়া থেকে শুরু করে নাচ গান সবই করেন কাপুর পরিবার। সম্প্রতি এমনই একটি জাঁকজমকপূর্ণ আউটিং প্ল্যান করেছিলেন করিশ্মা কাপুর (Karishma Kapoor) সহ তার পরিবার।

Karishma Kapoor with her daughter

এই আউটিং প্ল্যানের মধ্যাহ্ণভোজনে উপস্থিত ছিলেন করিশ্মা কাপুরের কাকিমা নীতু কাপুর (Neetu Kapoor), ভাই রণবীর কাপুর (Ranbir Kapoor), ভাতৃবধু আলিয়া ভট্ট (Alia Bhatt), কুণাল কাপুর (Kunal Kapoor), পিসতুতো আত্মীয় নিতাশা নন্দা (Nitasha Nanda), নভ্য নাভেলি নন্দা (Navya Naveli Nanda), পিসতুতো ভাই আরমান জৈন (Arman Jain) ও তাঁর স্ত্রী আনিসা মালহোত্রা (Anisha Malhotra) সহ আরও অনেকেই।

Karishma Kapoor, Samaira

এই জমকালো দুপুরের অনেক মুহুর্তই করিশ্মা কাপুর (Karishma Kapoor) এবং নীতু কাপুর (Neetu Kapoor) ইনস্টা স্টোরি-তে সকলের সাথে ভাগ করে নিয়েছেন। দিনশেষে সকল পরিবার’কে একসাথে দেখে বেশ খুশি হয়েছেন নেটিজেনরা। তবে এই অনুষ্ঠানে অজস্র সেলিব্রেটিদের মধ্যে যিনি লাইম লাইটে এসে সকলের নজর কেড়ে নিয়েছেন তিনি হলেন করিশ্মার (Karishma Kapoor Daughter) বছরের মেয়ে সামাইরা (Samaira)।

Samaira

এইদিন কাপুর পরিবারের সকলকেই একদম ক্যাজুয়াল আউটফিটে দেখা গিয়েছিল। করিশ্মার পোষাকে ছিল পিচ রঙের শার্ট এবং ফ্লারেড ডেনিম জিন্স আর সাদা স্নিকার্স। নীতু কাপুর পরেছিলেন একটি সবুজ শার্ট এবং ডেনিম জিন্সের সাথে হিল জুতো।

Samaira with mother Karishma

আর সামাইরার (Samaira) কথা বলতে গেলে সে বরাবর তার পোশাক পরিধানে সকলকে বুঝিয়ে দেন কীভাবে সাধারণভাবে থেকেও অসাধারণ হয়ে ওঠা যায়। ক্যাজুয়াল পোষাকেও তাকে বেশ সুন্দর লাগছিল। সব মিলিয়ে রবিবার দিনটা খুব ভালই কেটেছিল তার। খাবারের মধ্যে ছিল ফ্রায়েড রাইস, নুডলস এবং আরো অনেক কিছু। সব কিছুই তারা পোষ্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়।