Skip to content

ঐশ্বরিয়া রায়ের সৌন্দর্যকেও হার মানাবে সালমান খানের বোন আলভিরার সৌন্দর্য! দেখুন ছবি

  img 20230108 172214

  ভারতীয় জনগণরা বলিউড ইন্ডাস্ট্রিতে সালমানের বিরাট ভক্ত। তবে শুধু ভারতেই নয় বিদেশের কোটি কোটি ভক্ত আছে। আপনারা সকলেই সালমান খানের বোন অর্পিতাকে চেনেন, তবে আপনারা কি সালমানের বোন আলভিরাকে জানেন? আলভিরা (Alvira) গ্ল্যামার জগতের একজন সুন্দরী অভিনেত্রী। তার স্বামী অতুল অগ্নিহোত্রী একজন অভিনেতা। তাদের প্রেমের গল্প সম্পূর্ণ বলিউডের সিনেমার মতো।

  Family of Salman Khan

  একটি সিনেমার শুটিংয়ের সময় থেকেই তাদের মধ্যে ভালোবাসা শুরু হয়। একটি ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছিলেন সালমান খান, এবং সেখানে চলচ্চিত্র প্রযোজনা সংস্থায় একজন সহকারী পরিচালক ছিলেন আলভিরা। সেই সেটেই তার আলাপ হয় অতুল অগ্নিহোত্রীর (Atul Agnihotri) সাথে। তারপর তাদের বন্ধুত্ব বাড়ে এবং তা ভালোবাসায় পরিণতি পায়। অতুল এমন একজন অভিনেতা যিনি চলচ্চিত্র করার চেয়ে বেশি থিয়েটার করেছেন।

  Atul Agnihotri

  প্রথমে আলভিরা একজন পরিচালক হিসাবে কাজ করলেও পরে তিনি মডেলিং-এ যোগদান করেন। তারপর শুরু হয় তার অভিনয় জীবন। ‘জাগৃতি’ (Jaagruti) সিনেমার সেটে শুরু হয়েছিল তাদের এই কাহিনী।

  Salman Khan with sister Alvira

  অতুল একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ‘একটি মডেলিং শ্যুটে আলভিরা তাকে অনেক সাহায্য করেছিলেন এবং তারপরই তিনি বন্ধুদের হাত বাড়ান।’ প্রথমে এই বিষয়ে সালমানকে জানাতে ভয় পেরেছিলেন অতুল। তারপর সব জেনেই ১৯৯৬ সালে তাদের চার হাত এক হয়। বর্তমানে তাদের ২টি সন্তান আছে।

  See also  2023 এ বক্স অফিস কাঁপাতে আসছে সাউথের এই 5টি বিগ বাজেটের সিনেমা, সরাসরি টেক্কা দেবে বলিউডকে