বলিউডে (Bollywood) যেমন কাপুর (Kapoor Family) এবং বচ্চন (Bachchan Family) পরিবার বিখ্যাত, তেমনই বলিউডে আরও একটি জনপ্রিয় পরিবার হল ‘খান’ (Khan Family) পরিবার। এক কথায় বলা যায়, এই ৩টি জনপ্রিয় পরিবারের প্রতিভাবান সদস্যরাই বছরের পর বছর ধরে বলিউড কাঁপিয়ে চলেছে। বিখ্যাত চিত্রনাট্যকার সেলিম খানের (Salim Khan) স্ত্রী, সন্তানরা, জামাইরা সকলেই এই বিনোদন দুনিয়ার সাথে যুক্ত। বছরের বেশিরভাগ সময়ই এই খান পরিবারের এক একটি সদস্যকে হয়তো ব্যক্তিগত জীবন নিয়ে কিংবা কেরিয়ারের কারণে খবরের শিরোনামে দেখা যায়। তবে আজ আমরা এই প্রতিবেদনে খান পরিবারের প্রতিটি সদস্যের শিক্ষাগত যোগ্যতা (Khan Family Education Qualification) সম্পর্কে জানব।
১) সেলিম খান (Salim Khan)
বিখ্যাত এই চিত্রনাট্যকার ‘শোলে’ (Shoaly) এবং ‘আনন্দ’ (Ananda) -এর মতো চলচ্চিত্র রচনা করেছেন। তিনি ইন্দোরের সেন্ট রাফেল স্কুল থেকে ইন্টারমিডিয়েট করেছেন (Intermediate from St. Raphael’s School, Indore), তারপর ইন্দোরের হোলকার কলেজ থেকে বিএ এবং এমএ (BA and MA from Holkar College, Indore) করেন।
২) সালমান খান (Salman Khan)
ভাইজান সালমান খান (Salman Khan) প্রায় ৩০ বছরেরও অধিক সময় ধরে বলিউডের রাজত্ব করে চলেছেন। এই অভিনেতা কয়েক বছর পড়াশোনা করেছিলেন গোয়ালিয়রের বিখ্যাত দ্য সিন্ধিয়া স্কুলে (At the famous The Scindia School in Gwalior)। তারপর ওই স্কুল ছেড়ে দিয়ে মুম্বাইয়ের সেন্ট স্ট্যানিস্লাউসে (St. Stanislaus) পড়াশোনা করেন। এরপর গ্র্যাজুয়েশন ডিগ্রির জন্য মুম্বাইয়ের সেন্ট জেভিয়ার্স কলেজে (St. Xavier’s College, Mumbai) ভর্তি হলেও ১৯৮৮ সালে ‘ফালাক’ (Falak) চলচ্চিত্রে সহকারি পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করার কারণে মাঝপথে কলেজ ছেড়ে দেন।
৩) সোহেল খান (Sohail Khan)
সালমান খানের ভাই সোহেল খান মুম্বাইয়ের সেন্ট স্ট্যানিসলাস স্কুলে পড়াশোনা করার পর, পেশায় পাইলট হওয়ার স্বপ্ন দেখেছিলেন। তবে দুর্বল দৃষ্টিশক্তির কারণে পাইলট প্রশিক্ষণ কোর্সের জন্য আবেদন করলেও, তা সফল হয়নি। অবশেষে এই অভিনেতা অভিনয় জগতে পা রাখেন।
৪) আরবাজ খান (Arbaaz Khan)
জীবনের শুরু থেকে অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন এই অভিনেতা। তাই গোয়ালিয়রের সিন্ধিয়া স্কুল থেকে পড়াশোনা শেষ হওয়া মাত্রই বিনোদন দুনিয়ায় নিজেকে প্রকাশ করতে ব্যস্ত হয়ে যান তিনি।
৫) আলভিরা খান (Alvira Khan)
সালমান খানের এই বোন ফ্যাশন ডিজাইনিংয়ে (Fashion Designer) স্নাতক হওয়ার পর বিখ্যাত অভিনেতা অতুল অগ্নিহোত্রীর (Atul Agnihotri) সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
৬) অর্পিতা খান (Arpita Khan)
খান পরিবারের সবচেয়ে ছোট কন্যা অর্পিতা লন্ডন কলেজ অফ ফ্যাশন থেকে ফ্যাশন মার্কেটিং এবং ম্যানেজমেন্ট (Fashion Marketing and Management from London College of Fashion) নিয়ে পড়াশুনা করছেন।