Skip to content

১২ টি রাজ্যে ঢুকে রয়েছে রোহিঙ্গারা! শুরু হচ্ছে সাফাই অভিযান

বর্তমানে রোহিঙ্গারা এক বিশেষ আলোচনা কেন্দ্র হয়ে উঠেছে। আমরা এখন প্রায়ই এই রোহিঙ্গা নিয়ে খবর দেখতে পাই। রাজ্য সভায় জানানো হয়েছে যে ভারতের প্রায় 12 টি রাজ্যের রোহিঙ্গারা অবৈধভাবে ঢুকে পড়েছে।

 

রোহিঙ্গারা

ভারতের কোথায় কোথায় অর্থাৎ কোন রাজ্যে রোহিঙ্গা রা বসবাস করছে এই নিয়ে বুধবার রাজ্যসভায় প্রশ্ন ওঠে। অপরদিকে কেন্দ্র সরকারের তথ্য জানানো হয়েছে দেশের প্রায় 12 টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল রোহিঙ্গারা বাস করছে। কিন্তু ঠিক কত সংখ্যক রোহিঙ্গা বসবাস করছে এ নিয়ে সঠিক পরিসংখ্যান নেই। কারণ হিসেবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছেন, রোহিঙ্গারা যেহেতু অবৈধভাবে আসে অর্থাৎ কোনো বৈধ নথিপত্র নিয়ে আসে না সেতুপ ঈদের সম্পর্কে নিখুঁত তথ্য দেওয়া সম্ভব হয়ে ওঠেনা। এরা অর্থাৎ রোহিঙ্গারা গোপন ভাবে সাধারনত প্রবেশ করে।

বর্তমানে দেশে কত সংখ্যক রোহিঙ্গা বসবাস করছে এর সঠিক পরিসংখ্যান না পাওয়া গেলেও দেশের কোন কোন রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে তারা বাস করছে তার তালিকা প্রকাশ করা হয়েছে। রাজ্যসভায় নিত্যানন্দ রায় তালিকা প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন উত্তরপ্রদেশ, দিল্লি, পশ্চিমবঙ্গ, অসম, কর্ণাটক, কেরল,তামিলনাড়ু, হরিয়ানা জম্মু-কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান, তেলেঙ্গানা তে রোহিঙ্গা বসবাস করছে।

 

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় এই রোহিঙ্গা প্রসঙ্গে আরও বলেন যে, অন্যান্য দেশের থেকে অবৈধভাবে আসা নাগরিকদের শনাক্ত করার কাজ চলছে।কঠোরভাবে নাগরিকত্ব খতিয়ে দেখার পর এ দেশে প্রবেশ এর অধিকার প্রদান করা হবে।
এই বিষয়ে দেশের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল গুলিকে এক বিশেষ নোটিশ প্রেরণ করা হয়েছে।