Skip to content

মনে পড়ে জি বাংলার ‘ভুতু’ সিরিয়ালের সেই ছোট্ট মেয়েটিকে? আজকের চেহারা দেখে তাকে চেনা মুশকিল! দেখুন ছবি

img 20230503 191840

ভুতু (Bhootu) নামটা শুনলেই বাংলার জনপ্রিয় ধারাবাহিকের (Bangla Mega Serial) ছোট্ট ‘ভুতু’র (Bhootu) কথা সকলেরই মনে পড়ে যায়। বেশ কিছু বছর আগে জি বাংলার (Zee Bangla) পর্দায় ভুতু নামের একটি হরর কমেডি ধারাবাহিক সম্প্রচারিত হত। দর্শকদের কাছে এই ধারাবাহিকটি সবচেয়ে জনপ্রিয় হয়ে উঠেছিল। প্রধানত, সকলের কাছে সবচেয়ে ভালোবাসার মানুষ হয়ে উঠেছিলেন শিশু শিল্পী আর্শিয়া মুখার্জি (Arshiya Mukherjee)। টানা ১ বছর ধরে চলছিল এই ধারাবাহিকটি চলছিল। সেই সময় জি বাংলার (Zee Bangla) সর্বাধিক টিআরপি ছিল এই ধারাবাহিকে।

Arshiya Mukherjee urf Vutu

এমনকি এই বাংলা সিরিয়ালের (Bangla Serial) জনপ্রিয়তা এত দূর পৌঁছে গিয়েছিল যে এই ছোট্ট শিল্পী ভুতু’কে (Bhootu) নিয়েই হিন্দিতেও ভুতু’র সিক্যুয়াল তৈরি হয়েছিল। মুম্বাইয়ে অনুষ্ঠিত এই সিরিয়ালও খুবই জনপ্রিয় হয়ে উঠেছিল। অবশ্য এরপরেও কিশোরী বয়সে আর্শিয়া (Arshiya Mukherjee) বিভিন্ন রিয়্যালিটি শো এবং স্টার জলসার সিরিয়াল ‘শ্রীকৃষ্ণ ভক্ত মিরা’ (Sree Krishna Mira) ধারাবাহিকেও অভিনয় করেছিলেন।

Arshiya Mukherjee

তবে সকলের প্রিয় ছোট্ট আর্শিয়া মুখার্জি (Arshiya Mukherjee) আর একদম ছোটো নেই। এখন তার চেহারা এবং মিষ্টি মুখের গঠনে অনেক পরিবর্তন এসেছে। এখন আর তাকে নিয়মিত টেলিভিশনের পর্দায় দেখা যায় না। তবে তাকে টেলিভিশনের পর্দায় দেখা না গেলেও সে সোশ্যাল মিডিয়াতে খুবই সক্রিয় থাকেন। তবে এবার দর্শকদের জন্য আর্শিয়ার (Arshiya Mukherjee) তরফ থেকে রয়েছে একটি দুর্দান্ত সুখবর।

Arshiya Mukherjee

এখন আর্শিয়া মুখার্জি (Arshiya Mukherjee) অবশ্য পড়াশোনায় মনোযোগ নিয়েছেন। তবে তার একমাত্র লক্ষ্য হল নায়িকা হয়ে ওঠা। আর্শিয়া বর্তমানে নিজের লক্ষ্য পূরণের দিকেই এগোচ্ছেন। তাকে খুব শীঘ্রই দেখা যাবে বাংলা ইন্ডাস্ট্রিতে (Bangla Industry)। তবে সেখানেও তিনি কাজ করবেন শিশু শিল্পী হিসাবে।

Arshiya Mukherjee

দেবের ‘ককপিট’ (Cockpit) সিনেমাতেও একজন শিশু শিল্পীর চরিত্রে অভিনয় করেছিলেন আর্শিয়া। তবে এর থেকেও বড় কোনও চরিত্রে অভিনয় করতে চান তিনি। তবে আর্শিয়ার মা জানিয়েছিলেন, “তার মেয়ের বয়সটা এমন যে তাকে বর্তমানে শিশু শিল্পী হিসেবে মেনে নেওয়া যাবে না। আবার নায়িকার চরিত্রে অভিনয় করার উপযুক্তও সে হয়নি। তবে যদি মনের মতো কোনও চরিত্র পায় তবে সে নিশ্চই অভিনয় করবে।”

Arshiya Mukherjee

শোনা যাচ্ছে, ‘রক্তরহস্য’ পরিচালক সৌকর্য্য ঘোষাল শীঘ্রই একটা নতুন ছবি নির্মাণ করতে চলেছেন। এই ছবিতে নায়িকার ভূমিকায় থাকবেন বাংলাদেশের অন্যতম অভিনেত্রী জয়া আহসান (Jaya Ahasan)। তারই ছোটবেলার চরিত্রে আর্শিয়াকে অভিনয় করতে দেখা যাবে। এভাবেই দীর্ঘ বছর পর বড় পর্দায় ফিরতে চলেছেন তিনি।