এক সময় সন্ধ্যায় সবার ঘরে ঘরে টেলিভিশন খ্যাত স্টারজলসার সবচেয়ে জনপ্রিয় বিনোদন ছিল ‘পটলকুমার গানওয়ালা।’ এই পটল কুমার গানওয়ালা চরিত্রটির উপর ভিত্তি করেই সিরিয়ালটির টিআরপি হয়েছিল আকাশ ছোঁয়া। মনে পড়ে সেই ছোট্ট পটলকুমারকে? এখন অনেক বড়ো হয়ে গেছেন তিনি, তার সৌন্দর্যে সকলেই দৃশ্যেহারা। আসুন এই প্রতিবেদনটিতে দেখে নিন বর্তমানের পটলকুমারকে।
প্রতন্ত গ্রাম থেকে বাবাকে খুঁজতে আসা এই মেয়েটি পটল কুমার নামে এক ছেলের ছদ্মবেশ ধরে এবং তাকে ঘিরেই শুরু হয় এই টেলি সিরিয়ালের মূল গল্প। অবশেষে, বাবা সুজন কুমারের হদিশ পেয়ে তারা স্টেজে একসাথে গান গেয়ে মঞ্চ কাঁপিয়ে দেয়। জিতে নেয় উপস্থিত সকল দর্শকের মন।
টেলি সিরিয়ালের এই পটল কুমারের বাস্তব নাম হিয়া। এখন সে অনেক বড়ো হয়ে গেছে এবং বর্তমানে তিনি অত্যন্ত সুন্দরী একজন অভিনেত্রী। হিয়ার বয়স এখন ১১ বছর। এছাড়াও তিনি স্টার জলসা খ্যাত ‘আলো ছায়া’ সিরিয়ালের ছোট্ট ছায়ার ভূমিকায় মন জয় করেছে দর্শকদের। তবে বর্তমানে হিয়া খুবই সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকেন এবং তার কয়েক লক্ষ অনুগামী রয়েছে। এখন তিনি ইনস্টাগ্রাম কাঁপাচ্ছেন। বর্তমানে তিনি নেটিজেনদের কাছে আলোচনার বিষয় হয়ে উঠেছেন।
‘Hiya dey’ নামে তার এই সক্রিয় সোশ্যাল অ্যাকাউন্টে, তিনি তার ভক্তদের জন্য বিভিন্ন সময়ের ছবি পোষ্ট করেন, এছাড়াও প্রচুর রিলস বানিয়ে দর্শকদের মন মাতিয়ে রাখেন।
— Bengal News Media (@media_bengal) December 9, 2020