হরিয়ানা রাজ্যের একটি ছোট প্রায় অপরিচিত গ্রাম হলো কোহার। পূর্বে এই গ্রামটার নাম অনেকেই জানত না। তবে একটি ছোট্ট বালকের দুর্দান্ত প্রতিভায় বর্তমানে সারা বিশ্বের কাছে পরিচিত এই গ্রাম। সেই ছোট্ট বালক এখন কৈশর জীবনে পদার্পণ করেছে। তবে সারা দুনিয়া এই ছোট্ট শিশুকে গুগল বয় (Goggle Boy) বলে চেনে। তাকে প্রথম দেখা গিয়েছিল কৌন বানেগা ক্রোড়পতি মঞ্চে। সেখানেই তার প্রতিভার জেড়ে আজ সে বিশ্ববিখ্যাত।
শিশুটির নাম কৌটিল্য পন্ডিত (Kautilya Pandit)। যে বয়সে শিশুরা অল্প অল্প করে লেখাপড়া শিখছে, সেই বয়সে এই বাচ্ছাটি কম্পিউটারকে টেক্কা দিয়ে সমস্ত তথ্য মনে রাখতে পারে। কুরুক্ষেত্র ইউনিভার্সিটির (Kurukhetra University) বৈজ্ঞানিকরা এই ছোট্ট শিশুটির আইকিউ টেস্ট করে পরবর্তীতে জানিয়েছেন তার আইকিউ লেভেল প্রায় ১৫০ যা বিখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের সমান। তারপর থেকেই কৌটিল্যের নামের পাশে আইনস্টাইন শব্দটি যোগ হয়।
মাত্র ৫ বছর বয়সে এই ছোট্ট ছেলেটি আজ থেকে প্রায় ৯ বছর পূর্বে KBC এর মঞ্চ কাঁপিয়ে ছিল। স্বয়ং বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনও অবাক হয়ে গিয়েছিলেন এবং বলেছিলেন যে তিনি নিজেই এই ছোট্ট শিশুর ফ্যান হয়ে গেছেন। সামান্য বয়সে পৃথিবীর সমস্ত বিষয়ে জ্ঞান ছিল কৌটিল্যের (Kautilya)। সারা বিশ্বে তার জ্ঞানের কথা ছড়িয়ে পড়েছিল। তবে ৯ বছর পর কোথায় হারিয়ে গেল এই খুদে আইনস্টাইন? কেমন আছেন সে? কিভাবে কাটাচ্ছে নিজের জীবন? চলুন জেনে নি।
বর্তমানে তিনি হরিয়ানার গুরুগ্রাম জেলার গোয়েনকা ওয়ার্ল্ড স্কুলে একাদশ শ্রেণীতে পড়াশোনা করছেন। তবে শুধু পড়াশোনাই নয় এর পাশাপাশি বেশ কিছু ক্ষেত্রেও কর্মসূচি চালাচ্ছেন তিনি। চলতি বছরেই তিনি সুযোগ পেয়েছিলেন সংসদ ভবনে অনুষ্ঠিত জাতীয় পরিবেশ যুব সংসদে বক্তব্য রাখার। ২০১৬ সালে বিশিষ্ট সম্মান পেয়েছিলেন তিনি। ২০২০ সালে গ্লোবাল চাইল্ড প্রডিজি অ্যাওয়ার্ড ২০২০-২১ এর জন্য নির্বাচিত হয়েছিলেন। শুধু ভারতে নয় বিদেশেও তিনি বহুবার সাক্ষাৎকার দিয়েছেন।
তিনি জানিয়েছেন ভবিষ্যতে তার বিজ্ঞানী বা মহাকাশচারী হওয়ার ইচ্ছা রয়েছে। তাকে ISRO থেকেও ডাকা হয়েছিল। যখন তার বয়স ৭, দ্বিতীয়বার ডাক পেয়েছিলেন KBC মঞ্চ থেকে। তবে সেইবার প্রতিযোগী হিসাবে নয়, বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন। দুজন প্রতিযোগীকে কঠিন প্রশ্নে উত্তর দিতে সাহায্য করার জন্য জিতে নিয়েছিলেন লক্ষ লক্ষ টাকা।