যেকোনও কাজেই যদি দেখা যায় খুদে শিল্পীরা (Child Artist) সেই কাজ সম্পন্ন করেছে খুবই নিখুঁতভাবে, তবে তা সকলের কাছে খুবই আকর্ষণীয় হয়ে ওঠে। তাই বড় পর্দা কিংবা ছোট পর্দা, সিনেমায় অভিনীত ছোট শিশুদের অভিনয় যথেষ্ট গুরুত্বপূর্ণ হয়ে থাকে। তাই এই প্রতিবেদনে আজ আপনাদের এমন একজন বাংলা ইন্ডাস্ট্রির ছোট্ট শিল্পীর কথা বলব যে তার নিখুঁত অভিনয়ের মাধ্যমে সকলের মন জয় করে নিয়েছিলেন।
তেমনই একটি শিশু শিল্পী হলেন অরিত্র দত্ত (Aritra Dutta)। দর্শকরা তার অভিনয় ভীষণ পছন্দ করতেন। তিনি ছোট থেকেই তার অভিনীত ‘ চিরদিনই তুমি যে আমার’ , ‘পরান যায় জ্বলিয়া রে’ এছাড়াও আরও বিভিন্ন সিনেমার মাধ্যমে দর্শকদের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছেন। এখনো পর্যন্ত তিনি বাংলা ইন্ডাস্ট্রির অনেক বড় বড় অভিনেতাদের সঙ্গে কাজ করেছেন।
এছাড়াও বেশ কিছুদিন যাবৎ অরিত্র ডান্স বাংলা ডান্স রিয়েলিটি শো-এর মতো বড়ো প্ল্যাটফর্মে সঞ্চালকও ছিলেন। তিনি ২০১৬ সালে উচ্চ মাধ্যমিক পাশ করেন এবং এখন তিনি অনেক বড় হয়ে গেছেন। বেশ সুর্দশন হয়েছেন তিনি। বর্তমানে অভিনয় জগতে তিনি আর খুব বেশি সক্রিয় নন।
তার অভিনীত শেষ ছবি “কবীর” (Kabir)। এই সিনেমা থেকে স্ক্রিন শেয়ার করতে দেখা গেছে দেবের সাথে। তিনি এখন যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিদ্যা নিয়ে পড়াশোনা শেষ করেছেন এবং সিনেমার সাথে না যুক্ত থাকলেও ইন্ডাস্ট্রিতে এখনও রয়েছেন। পেশা হিসাবে বর্তমানে তিনি ভিডিও এডিট (Video Edit) ও কালার গ্রেডিং (Color Grading) করেন।