Skip to content

গ্রাহকদের সুবিধার্থে রিলায়েন্স জিওর দুর্দান্ত স্কিম আগে রিচার্জ পরে পয়সা

বর্তমান পরিস্থিতিতে অনলাইনে বাড়িতে বসে অধিকাংশ কাজ হওয়ার কারণে ডেটা ইন্টারনেট ব্যবহারের হার অনেকাংশে বেড়ে গেছে। 1.5 GB ডেটা নিমেষে শেষ হয়ে যাচ্ছে প্রতিদিন। ধরুন আপনি অনলাইন ক্লাস করছেন অথবা অনলাইনে কোন একটি রোমাঞ্চকর ওয়েবসিরিজ দেখছেন ঠিক সেই মুহুর্তে যদি আপনার দৈনিক ডেটা শেষ হয়ে যায় তখন কি হবে? এই সমস্যার সম্মুখীন অনেকেই হয়েছে হয়তো।গ্রাহকদের এই সমস্ত সমস্যা থেকে রেহাই দেওয়ার জন্য রিলায়েন্স জিও(Reliance Jio) নতুন অফার নিয়ে এলো।

রিলায়েন্স জিও গ্রাহকদের কথা মাথায় রেখে নিয়ে এলো Emergency Data Loan এর সুবিধা। আপনার প্রয়োজন হলে অথবা ডেটা শেষ হয়ে গেলে আপনি এখান থেকে ডেটা ধার নিতে পারবেন। কিভাবে ডেটা ধার নিবেন বিস্তারিত জেনে নিন।

Jio

Jio

ডেটা ধার নেওয়ার জন্য My Jio Apps ব্যবহার করতে হবে। মেনুতে Emergency Data Loan অপশনটি পাবেন মোবাইল সার্ভিস এর মধ্যে। তারপর সেখান থেকে Get Data Loan এ গিয়ে active now করলেই আপনি ডেটা ধার নিতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে আপনি কত পরিমান ডেটা ধার দিতে পারবেন? আপনি 1GB করে মোট পাঁচবার ডেটা নিতে পারবেন। তবে শুধুমাত্র এমার্জেন্সি ক্ষেত্রেই আপনিই এই ধার নিতে পারবেন।