Skip to content

সৌন্দর্যের দিক থেকে রেখাকেও হার মানাবে তার বোন রাধা, দেখে নিন তার কয়েকটি অদেখা ছবি!

    img 20221105 233204

    বিনোদন দুনিয়ায় সবচেয়ে জনপ্রিয় সুন্দরী অভিনেত্রী হলেন রেখা (Rekha)। বর্তমানে অভিনেত্রী হবার পাশাপাশি তিনি একজন রাজ্য সাংসদও। এই অভিনেত্রী তার কেরিয়ার জীবন ছাড়াও নিজের ব্যক্তিগত জীবন নিয়ে বহুবার শিরোনামে এসেছেন। আপনাদের জানিয়ে রাখি, রেখার পিতামাতা ছিলেন দক্ষিণী চলচ্চিত্রের দুর্দান্ত অভিনেতা অভিনেত্রী। তাদের জীবনও ছিল বেশ বিতর্কিত। এই কারণেই বাবা-মায়ের সম্পর্কে খারাপ দিকগুলি রেখার শৈশব জীবনে অনেকটা প্রভাব ফেলেছিল।

    তবে আজ এই প্রতিবেদনে আপনাকে রেখা দেবীর এমন একজন আত্মীয়র সাথে পরিচয় করাব, যার ব্যাপারে আপনারা হয়তো খুবই কম জানেন। অভিনেত্রী রেখার (Rekha) একজন সুন্দরী বোন আছেন যার নাম রাধা (Rakha)। বেশ কিছুদিন দক্ষিণী চলচ্চিত্রে কাজ করেছিলেন রাধা। এছাড়াও শুধু তাই নয় তিনি মডেলিং করেছেন। তবে শুধু দক্ষিণী ইন্ডাস্ট্রিতেই নয়, তার প্রভাব ছড়িয়ে পড়েছিল বলিউডেও।

    img 20221105 083013

    তার (Radha) অপূর্ব সৌন্দর্যতা সকলকে মুগ্ধ করলে এক সময় ‘ববি’ (Bobby) সিনেমায় তাকে প্রধান চরিত্রের -জন্য অফার করেছিলেন রাজ কাপুর (Rajkapoor)। তবে এই অফার তিনি ফিরিয়ে দেওয়ায় পরবর্তীতে চলচ্চিত্রটির জন্য বেছে নেওয়া হয়েছিল ডিম্পল কাপাডিয়াকে (Dimple Kapadia)।

    Rekha with her sister

    এরপর ১৯৮১ সালে রাধা দেবী নিজের বাল্যবন্ধুকে বিবাহ করেন এবং বিয়ের পর নাম পরিবর্তন করে রাখেন রাবিয়া (Rabiya)। তারপর দেশ ছেড়ে দিলে আমেরিকা বাসি হয়ে যান। বর্তমানে তিনি ওই দেশেই নিজের পরিবারসহ ভালো আছে।