চারিদিকে শুরু হয়ে গেছে হইচই অবস্থা। ঘোর দুশ্চিন্তায় মোবাইল প্রেমিরা। খবর সূত্রে জানা গেছে, চলতি বছরের ফের বাড়তে চলেছে রিচার্জের খরচ। ফলে মধ্যবিত্তদের জীবনে এই বিষয়টি ভীষণ প্রভাব ফেলবে। আমরা সকলেই জানি আর কিছুদিনের মধ্যেই সমস্ত কোম্পানিগুলি বাজারে 5G লঞ্চ করতে চলেছে এবং এই কারণে প্রথমে তাদের বিপুল পরিমাণে অর্থবিনিয়োগ করতে হয়েছে। তাই টেলিকম সংস্থা দ্রুত এই ঘাটতি পূরণের জন্যই আগামী মাস থেকে রিচার্জ প্ল্যান বাড়াতে চলেছেন।
কোম্পানিগুলি মনে করেছে লাভের আয় বাড়াতে গেলে এই ধরনের পরিকল্পনা করা জরুরী। যেহেতু 5g বাজারে লঞ্চ হওয়ায় রিচার্জ প্ল্যান গুলির দাম বাড়ছে, তবে আগামীদিনেও রিচার্জ প্ল্যান এর দাম আরও বাড়তে পারে। ইতিমধ্যেই এই বিষয়ে দাম বাড়ানোর ক্ষেত্রে এগিয়ে রয়েছে রিলায়েন্স কোম্পানির নাম। সমস্ত রকমের টেলিকম সংস্থাগুলিতে বিভিন্ন গ্রাহক সংগ্রহ করেও কোম্পানি সঠিক লাভের মুখ দেখতে পাননি তাই পরবর্তীতে এই পরিকল্পনা করা হয়েছে।
আগামী বছরের রীতিমতো তারা আইপিও লঞ্চেরও পরিকল্পনা করেছে। কারণ এর ফলে শেয়ার বাজারে কোম্পানি নথিভুক্ত করা হবে তাতে 5G পরিকাঠামো তৈরিতে যা খরচ হয়েছে তার অনেকটাই উঠে আসবে। অন্যদিকে এয়ারটেল সংস্থার লক্ষ্য হল ২০২৪ সালের মধ্যে দ্রুত গোটা দেশে ৫০০০ শহরে 5G লঞ্চ করা।