Skip to content

৯৯% মানুষ জানেন না টলিউডের এই ৫ জন তারকার আসল নাম!

img 20230215 092649

বর্তমানে সোশ্যাল মিডিয়ার প্রতিনিয়তই যে জিনিসগুলো সাধারণ মানুষের অজানা ছিল কাজ খুব সহজেই তারা জানতে পারছে। কোন ব্যাপারে ১০০ ভাগ না জানলে অন্তত ৫০ ভাগ তারা জানতে পারি সোশ্যাল মিডিয়া থেকেই। প্রতিদিন সোশ্যাল মিডিয়াতে সকলের সবচেয়ে আকর্ষণীয় বিষয় বিনোদন জগত নিয়ে অনেক কিছুই দেখানো হয়। তবে অনেকেই হয়তো টলিউডে (Tollywood) তাদের পছন্দের প্রধান অভিনেতা অভিনেত্রীদের প্রকৃত নামটি জানেন না। আজ এই প্রতিবেদনে এমন ৫ জন অভিনীত অভিনেত্রীর কথাই বলব কাজের সূত্রে নিজেদের প্রকৃত নাম পরিবর্তন তারা হলেন –

১) টোটা রায়চৌধুরী ‍(Tota Roy Chowdhury) :

Tota Roy Chowdhury

বাংলা সিনেমা তথা সিরিয়ালের জগতে একজন জনপ্রিয় সুদর্শন অভিনেতা হলেন টোটা রায়চৌধুরী (Tota Roy Chowdhury)। সিরিয়ালের প্রথম জীবনে তেমন সফলতা না ধীরে ধীরে তার পরিশ্রমের মাধ্যমে তার খ্যাতি বর্তমানে মধ্য গগনে পৌছে গেছে। বর্তমানে তিনি শুধু বাংলা সিনেমাতে নয় এখন অনেক ওয়েব সিরিজেও নিজেকে দক্ষ অভিনেতা হিসেবে প্রমাণ করছেন। এই অভিনেতা কাজের সূত্রে নিজের নাম পরিবর্তন করেছিলেন। তার প্রকৃত নাম পুষ্পরাগ রায়চৌধুরী (Pushparag Roy Chowdhury)।

২) যীশু সেনগুপ্ত (Jishu Sengupta) :

Jishu Sengupta

বর্তমানে এই প্রতিভাশীল অভিনেতা টোটার মতোই নিজের ক্যারিয়ার জীবনের প্রথম দিকেই তেমন সফলতা অর্জন করতে পারেননি যা তিনি বর্তমানে করেছেন। এখন তিনি বলিউড বলিউডের পাশাপাশি দক্ষিণী সিনেমাতেও দাপটে অভিনয় করছেন। তবে আপনারা কি জানেন এই যিশু সেনগুপ্ত প্রকৃত নাম বিশ্বরূপ সেনগুপ্ত (Biswarup Sengupta)।

৩) বনি সেনগুপ্ত (Bony Sengupta) :

Bony Sengupta

এই নবীন অভিনেতা অল্প সময়ের মধ্যে টলিউডের বেশ নাম অর্জন করেছেন। এছাড়াও শুধু অভিনয় জগতে নয় পাশাপাশি তিনি শাসক দলের হয়েও রাজনীতিতে যোগদান করেছেন। এই অভিনেতাকে ইন্ডাস্ট্রিতে তথা দর্শকরা সবাই বনি নামে চিনলেও তার প্রকৃত নাম অনুপ্রিয় সেনগুপ্ত (Anupriyo Sengupta)।

৪) ভানু বন্দ্যোপাধ্যায় (Bhanu Bandopadhyay) :

Bhanu Bandopadhyay

একসময় টলিউডের লেজেন্ডারি অভিনেতা তথা কিংবদন্তি হাস্যরসিক শিল্পী ভানু বন্দ্যোপাধ্যায় ষাঠ সত্তর দশকে সকলের চোখের মণি ছিলেন। তার অভিনয় দেখলে প্রত্যেকে চরম মুহূর্তেও হেসে উঠত। তবে এই দুর্দান্ত অভিনেতার প্রকৃত নাম সাম্যময় বন্দ্যোপাধ্যায় (Samaya Banerjee)।

৫) কোয়েল মল্লিক (Koel Mallick) :

Koel Mallick

টলিউডের এই জনপ্রিয় সুন্দরী অভিনেত্রী কোয়েল মল্লিকের প্রকৃত নাম হয়তো অনেকেই জানেন না। কাজের সূত্রে তিনি সব জায়গায় এই নামের খ্যাতি অর্জন করলেও রঞ্জিত মল্লিকের কন্যার প্রকৃত নাম রুক্মিণী মল্লিক।