ভোজপুরি ইন্ডাস্ট্রির অন্যতম বিখ্যাত অভিনেতা হলেন রবি কিষাণ (Rabi Kishan)। সারা ভারতবর্ষেই তার সুনাম ছিল। এছাড়াও বলিউডের বেশ কিছু ছবিতে তাকে অভিনয় করতে দেখা যায়। তিনি জন্মগ্রহণ করেন ১৯৬৯ সালে উত্তর প্রদেশের জৌনপুরের বিসুই নামের একটি গ্রামে। নিজের প্রচেষ্টায় কঠোর পরিশ্রম করে তিনি ভোজপুরি ইন্ডাস্ট্রিতে এক নম্বর (No. 1 Bhojpuri Actor) হিরো হতে পারে।
তবে আজকের এই প্রতিবেদনে ভোজপুরি ইন্ডাস্ট্রিতে অভিনেতা কে নিয়ে নয় বরং তার ৩ সুন্দরী ও প্রতিভাময়ী মেয়েকে নিয়ে আলোচনা করা হবে। প্রধানত রবি কিষান এবং তার স্ত্রী প্রীতি কিষানের চারটি সন্তান। ৩ টি মেয়ে ও একটি ছেলে। এই অভিনেতার বড় মেয়ের নাম রিভা কিষাণ (Riva Kishan) এবং সে তার নিজস্ব সৌন্দর্যতার জেরে নেটিজেন্দের কাছে অনেক প্রশংসা পেয়েছেন।
২০২০ সালে মুক্তিপ্রাপ্ত ‘সব কুশল মঙ্গল’ ছবিতে অভিনয় করে ইন্ডাস্ট্রিতে পদার্পণ করেন রিভা (Riva)। এই ছবিতে তার সহ অভিনেতা হিসেবে উপস্থিত ছিলেন অক্ষয় খান্না ও প্রিয়াঙ্কা শর্মা। ২৪ বছর বয়সে এই সুন্দরী বলিউডের অন্যান্য বড় বড় নায়িকাদের মতোই গ্ল্যামার্স।
রবিকে কিষাণ (Ravi Kisan) তার বড় মেয়েকে নিয়ে বেশ আশাবাদী। বহু সাক্ষাৎকারে রিভা জানিয়েছেন বাবার সিনেমা দেখেই তার ছোটবেলা কেটেছে। জন্মগতভাবেই তিনি একজন ভালো মাপের শিল্পী। এই ভোজপুরি সুপারস্টার মনে করেন তার বড় মেয়ের জন্য অনেক উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করে আছে।
বড় মেয়ের ছবির প্রিমিয়ারের দিন উপস্থিত থাকতে না পার টুইটারে ক্ষমা চেয়ে নিয়েছিলেন পিতা রবি কিষান। এছাড়াও তিনি স্বপ্ন দেখেন নিজের মেয়ের সঙ্গে কোন ভালো চরিত্রে অভিনয় করবেন। সমস্ত মেয়েদের নিয়েই তার অনেক আশা রয়েছে। রবি কিষান জানান, রিবা হওয়ার সময় তিনি তার স্ত্রীকে কোন বড় হাসপাতালে ভর্তি করাতে পারেননি। তবে তার মেয়ে আসতেই তাদের জীবনের ভাগ্য বদলে যায়।
রিভা অভিনয়ে আসার পূর্বে আমেরিকান অ্যাক্টিং ইনস্টিটিউট থেকে অভিনয়ের প্রশিক্ষণ নেন। এরপর তিনি থিয়েটার এবং ১ বছর অভিনয় শিখেছেন। অভিনয়ের পাশাপাশি খুব ভালো নাচও জানে রিভা। আশা করা যাচ্ছে খুব শীঘ্রই বলিউডের সেরা অভিনেত্রী হয়ে উঠবেন তিনি। রিভা ছাড়াও রবি ও প্রীতি কিষানের ২ জন ছোট্ট সুন্দরী মেয়ে আছে। তানিষ্ক (Tanishka) এবং ঈশিতা (Ishita)। এছাড়াও তাদের একটি পুত্র আছে যার নাম সাক্ষম (Sakhyam)।