বর্তমানে অনেক বৃহৎ সরকারি (Government) প্রতিষ্ঠানের বেসরকারি করণ হয়েছে। সম্প্রতি আবারও একটি বড় কোম্পানিকে দেশের সরকার প্রাইভেট কোম্পানির হাতে তুলে দিয়েছে। ভারতীয় প্রবীণ ব্যবসায়ী রতন টাটা (Ratan Tata) এই সরকারি কোম্পানিটি কিনে নিয়েছেন। কোম্পানিটির নাম NINL. ভারত প্রেট্রোলিয়াম (Indian Petroleum), এয়ার ইন্ডিয়ার (Air India) পর এবার নীলাচল ইস্পাত নিগম লিমিটেড(NINL) প্রাইভেট হতে চলেছে। যেটি টাটা গ্রুপের অধীনে কোম্পানি হবে। অনুষ্ঠিত নিলামে ১২০০০ কোটি টাকার সর্বোচ্চ দর দিয়ে চলতি বছরের জানুয়ারিতে NINL-এর ক্রেতা হিসেবে অনুমোদন পেয়েছে Tata Steel Long Products Ltd.
নীলাচল ইস্পাত নিগম লিমিটেড (NINL) হল এমন একটি কোম্পানি যা, এমএমটিসি লিমিটেড(MMTC),এনএমডিসি লিমিটেড(NMDC), ভিল(BHEL), মেকন(MECON) এবং ইন্ডাস্ট্রিয়াল প্রমোশন অ্যান্ড ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ ওড়িশা লিমিটেড দ্বারা যৌথভাবে পরিচালিত হয়ে থাকে। এই কোম্পানিটি ওডিশার কলিঙ্গানগরে অবস্থিত। যেখানে বার্ষিক ১.১ মিলিয়ন টনের ইস্পাত প্রস্তুত হয়। তবে প্রচুর লোকসানের ফলে দুর্ভাগ্যবশত ২০২০ সালের সালের মার্চ মাসে কারখানাটি বন্ধ হয়ে যায়। এই কোম্পানির উপরে বর্তমানে প্রচুর অর্থের ঋণ ও দায় রয়েছে।
এক কর্মকর্তা জানিয়েছেন আগামী মাসের মাঝামাঝি সময়ে টাটা গ্রূপের কাছে হস্তান্তরিত হতে পারে এই কোম্পানি। চূড়ান্ত পর্যায়ে রয়েছে নীলাচল ইস্পাত নিগম লিমিটেডের লেনদেন। গত বছর জানুয়ারি মাসে সরকার কর্তৃক আয়োজিত নিলামে, নলওয়া স্টিল অ্যান্ড পাওয়ার লিমিটেড এবং জেএসডব্লিউ স্টিল লিমিটেডের একটি কোম্পানিকে নিলামে হারিয়ে NINL- এর ৯৩% ইকুইটি শেয়ারের মালিকানা পেয়েছিল টাটা। টাটা গ্রুপের কোম্পানির কাছে পরবর্তী এবং চূড়ান্ত ধাপে ওড়িশায় অবস্থিত প্ল্যান্টটি বিনিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে হস্তান্তর করা হবে। প্রসঙ্গত বলা যায়, টাটা গ্ৰুপবিড করেছিল এয়ার ইন্ডিয়া কেনার জন্য ১৮০০০ কোটি টাকা। এবার ১২,০০০ কোটি টাকায় টাটা NINL কিনেছে।
তবে এই কোম্পানি বিক্রির টাকা সরকারি রাজকোষে জমা হবে না। কোন ইকুইটি শেয়ার সরকারের হাতে নেই। এই কোম্পানি ২০২১পর্যন্ত ৩,৪৮৭ কোটি টাকা নেগেটিভ নেট অর্থ রয়েছে এবং ৪২২৮ কোটি টাকা মার্কেটে লোকসান করেছে।