Skip to content

প্রসেনজিৎ এর ‘চোখ তুলে দেখো না’ গানে এবার নাচলো তার পুত্র তৃষাণজিৎ! দেখুন ভাইরাল ভিডিও

  img 20221031 132126

  টলিউডের দীর্ঘদিনের সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prasenjit Chattapadhay) ছেলে তৃষাণজিৎ (Trishanjit) এবার নেচে উঠলেন বাবার অভিনীত বিখ্যাত সিনেমার গানে। বন্ধুদের সাথে নাচের তালে মেতে উঠলেন তিনি। ভিডিওতে দেখা গেছে বিদেশের রাস্তাতেই বানানো হয়েছে এই ভিডিও। আর সেই ভিডিও ভাইরাল (Viral Video) হয়েছে গোটা নেট দুনিয়ায়। সকলেই প্রশংসায় ভরপুর এই ভিডিও দেখে। আবার এই ভিডিও দেখেই অনেকে জল্পনা করছেন, তাহলে কি এবার প্রসেনজিত পুত্র পা রাখতে চলেছে টলিউডে।

  Prasenjit with his son

  সম্প্রতি বড় পর্দায়  মুক্তি পেতে চলেছে সম্রাট শর্মা পরিচালিত ‘প্রসেনজিৎ ওয়েডস্ ঋতুপর্ণা (Prasenjit Weds Rituparna)’ ছবিটি। আর তার টাইটেল ট্র্যাকেই গানের হুক স্টেপের সাথে আমেরিকা যুক্তরাষ্ট্রের রাস্তায় নেচে উঠল তিন বন্ধু সহ প্রসেনজিত পুত্র তৃষাণজিৎ (Trishanjit)। আমেরিকায় নিজের পড়াশোনার খাতিরেই থাকেন তৃষাণজিৎ। একাধিক তারকা ভিডিওতে তাকে একেবারে বাবার মতোই নাচতে দেখে ভীষণ প্রশংসিত করেছেন।

  Trishanjit

  তবে এখন তিনি অভিনয় জগতে পা রাখছেন না। তিনি এখন ফুটবল নিয়ে খুবই ব্যস্ত। সোশ্যাল মিডিয়ায় তার এই ভিডিও এখন চর্চার তুঙ্গে। ছবি প্রচারের কারণে বেশ কিছু কলাকুশলীদের নিয়ে ভিডিও রিলসও বানিয়েছেন তিনি এবং দর্শকদের সকলকে একটি ভালোভাবে তার গানের হুকস্টেপে নেচে উঠতে বলেছেন। আর ভিডিও-এর নীচে  ‘হ্যাশট্যাগ প্রসেনজিৎ ওয়েডস্ ঋতুপর্ণা’ লিখে শেয়ার করে দিতে বলেছেন।

   

  সময়ের সাথে সাথে হারিয়ে গেছে ইন্ডাস্ট্রির তখনকার এই হিট দুটি জুটি। তবে আসন্ন এই সিনেমায় তাদের আবার একসাথে দেখে আনন্দে মাতোয়ারা সবাই।

  See also  আপনি কি জানেন ডাকাতির পূর্বে কেন কালীপুজো করতে ডাকাতেরা? জানুন এর পেছনের আসল ইতিহাস!