বলিউড তারকা সালমান খানের (Salman Khan) সুপারহিট সিনেমাগুলো প্রত্যেক ভক্তেরই খুব পছন্দ। সালমান খানের স্টাইল খুবই জনপ্রিয়। তার প্রতিটি চলচ্চিত্রই নিজের মধ্যে অনন্য।
তার একটি ছবি ‘পার্টনার(Partner)’ও দারুণ হিট হয়েছিল। আজও দর্শকরা এই ছবিটি বার বার দেখেন। এই ছবির প্রধান চরিত্রে ছিলেন সালমান খান (Salman Khan), ক্যাটরিনা কাইফ(Katrina Kaif), লারা দত্ত(Lara Dutta), গোবিন্দা (Govinda)।
এই ছবিতে লারা দত্তের ছেলের ভূমিকায় ছিলেন আরেক চরিত্র ‘রোহান’। তার কারণেই ‘পার্টনার’ ছবিটি অন্যরকম বিনোদনের পর্যায়ে চলে গিয়েছিল। রোহান ও সালমানের কমেডিকে দর্শকরা বেশ আকর্ষণীয় মনে করেছেন।
ছবিতে রোহান চরিত্রে অভিনয় করেছেন আলী হাজী(Ali Haji)। তবে তখন তিনি তরুণ অর্থাৎ শিশু ছিলেন। কিন্তু আজকের কথা বলতে গেলে, ‘পার্টনার’-এর সেই ছোট্ট রোহান এখন অনেক বড় এবং সুদর্শন হয়ে উঠেছে। খুব ভালো অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন আলী হাজী।