কেন্দ্রীয় সরকার নিয়ে এল এক সুখবর। আপনার যদি বাড়িতে গাড়ি থাকে অথবা পেশাগত দিক থেকে যদি আপনি একজন গাড়িচালক হন তাহলে আপনার জন্য রয়েছে সুখবর। Driving Licence Renew, Learner Licence, ও Duplicate Licence এই সমস্ত কাজ করার জন্য আর আপনাকে আরটিও (RTO) অফিস যেতে হবেনা। এখন থেকে ড্রাইভিং লাইসেন্স সহ আরো 18 টি কাজ আধার বেস অথেন্টিকেশন পদ্ধতিতে করা যাবে।
সরকার গ্রাহকদের এক বিজ্ঞপ্তি জারি করে গ্রাহকদের উদ্দেশ্যে জানাই ড্রাইভিং লাইসেন্স ও RC এর সঙ্গে 12 ডিজিটের নম্বর লিংক যেন করিয়ে নেয়।
কেন্দ্রীয় সরকারের এই বিজ্ঞপ্তি প্রকাশ করার ফলে কার্যত গ্রাহকরা অনেক স্বস্তিবোধ করছে। কারণ এই সমস্ত কাজ গুলির করার জন্য আর আরটিও (RTO) অফিস দৌড়াতে হবে না। সমস্ত কাজগুলি হয়ে যাবে অনলাইনে।
যেহেতু বর্তমানে বিভিন্ন জরুরি কাজ গুলি সব অনলাইনে করা যাচ্ছে যেমন ধরুন আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড ইত্যাদি ঠিক সে রকম ভাবেই এবার থেকে ডাইভিং লাইন্সেস (driving licence) সম্পর্কিত সমস্ত কাজ গুলি অনলাইনে করার প্রক্রিয়া শুরু হয়ে গেল।
লাইসেন্স সম্পর্কিত সমস্ত কাজ বর্তমানে অনলাইনে সম্পন্ন হয়ে যাবে। কিন্তু এর আগে ড্রাইভিং লাইসেন্স, ডুবলিকেট লাইসেন্স, লাইসেন্স রিনিউ, এই সমস্ত জরুরি কাজ গুলি করার জন্য Regional Transport Office অর্থাৎ RTO অফিসে গ্রাহকদের ভিড় করতে হতো। সেই কাজগুলোর প্রক্রিয়াও হত অত্যন্ত ধীরগতিতে। কিন্তু কেন্দ্রীয় সরকারের এই নতুন প্রক্রিয়া আসার ফলে সমস্ত কাজগুলি এখন কোন ঝামেলা ছাড়াই এবং দ্রুত গতিতে বাড়িতে বসেই অনলাইনে সম্পন্ন হয়ে যাবে। এর ফলে গ্রাহকদের সময় বাঁচবে ও হয়রানি থেকে মুক্তি পাবে।