Skip to content

এক সময় এই অভিনেত্রী বলিউডে করতেন রাজ, তারপর পাকিস্তানি ক্রিকেটারকে বিয়ে করে জীবনে নেমে আসে দুঃখ!

    img 20221024 144411

    বলিউড প্রেমীরা (Bollywood Fans) খবরের শিরোনামে  বলিউড সম্পর্কিত বিভিন্ন আলোচনা জানতে খুবই পছন্দ করেন। অনেকেই আছেন যারা সোশ্যাল মিডিয়া (Social Media) থেকে হোক কিংবা কোনো নির্দিষ্ট খবরের কাগজ (Newspaper) থেকে এই বিষয়ে নিয়মিত আপডেট থাকেন।

    আজ এই প্রতিবেদনে আপনাদের এমন একজন অভিনেত্রীর কথা বলব তিনি একসময় তার দুর্দান্ত সিনেমাগুলি উপহার দিয়েছিলেন দর্শকদের এবং সেই সময় ইন্ডাস্ট্রিতে তিনি গ্ল্যাম ডল (Glam doll of Bollywood Industry) নামে পরিচিত ছিলেন। একসময় তাকে  রাকেশ রোশনের (Rakesh Roshan) সাথেও স্ক্রিনে দেখা গেছে। পরবর্তীতে তিনি একটি পাকিস্তানি ক্রিকেটারের সঙ্গে বিবাহ করেন এবং ক্যারিয়ার ছেড়ে দেন। জানেন সেই অভিনেত্রী কে? চলুন জেনে নেওয়া যাক।

    Actress Rina Roy

    এই গল্প অভিনেত্রী রীনা রায়ের (Rina Roy)। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীর এমন একটি ছবি ভাইরাল হয়েছে যেখানে তাকে অত্যন্ত সুন্দরী লাগছে। একসময় এই অভিনেত্রী অসংখ্য ভক্ত ছিল। তবে বেশিরভাগ সময় এই অভিনেত্রীকে নিজের ক্যারিয়ার সংক্রান্ত জীবনের চেয়েও বেশি ব্যক্তিগত জীবন নিয়ে শিরোনামে থাকতেন (The actress used to make headlines for her personal life more than her career related life)।

    Rina Roy

    ১৯৫৭ সালে অভিনেত্রী জন্মগ্রহণ করেন। ৭০-৮০ দশকে তার কেরিয়ার জীবন ছিল সবচেয়ে তুঙ্গে। তার বিষয়ে বর্তমানে প্রধান বৈশিষ্ট্য হলো, তিনি সেই সময় উচ্চ পারিশ্রমিক প্রাপ্ত নায়িকা ছিলেন। ১৯৯৮ সালে তিনি ফিল্মফেয়ার লাইফ টাইম অ্যাওয়ার্ড (Filmfare Lifetime Award)। তার দুটি উল্লেখযোগ্য ছবি
    ‘নাগিন’ (Nagin) ও ‘আশা’ (Asha) আজও সকলের কাছে ভীষণ পছন্দের।

    Mahasin Khan , rina roy

    তবে অভিনেত্রীর ব্যক্তিগত জীবন টালমাটাল হওয়ায় তিনি তার বশে ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন। সম্পূর্ণ ক্যারিয়ার ত্যাগ করে তিনি একজন পাকিস্তানী ক্রিকেটার মহসিন খানকে (Pakistani Cricketer Mahasin Khan) বিয়ে করেন এবং সেখানেই থাকতে শুরু করেন। তবে সেই বিয়ে তার টেকেনি।

    Family of Rina roy

    তাদের বিচ্ছেদের পর তিনি একটি কন্যা সন্তান জন্ম দেন এবং তাকে নিয়ে দেশে চলে আসেন। তবে মেয়েকে নিয়ে তাকে জীবনে অনেক লড়াই লড়তে হয়।