Skip to content

অরিজিৎ কে হারিয়ে এগিয়ে গিয়েছিলেন বহুদূর, কিন্তু শেষমেশ নিজেই গেলেন ডুবে! কেউ কি মনে রেখেছে এই গায়ককে?

img 20230422 175057

সংগীত জগতে দেশে এবং বিদেশে একটাই নাম শোনা যায়, অরিজিৎ সিং (Arijit Singh)। কয়েক কোটি ভক্ত রয়েছে অরিজিতের। আত্মবিশ্বাসের সঙ্গে আজ নিজেকে প্রতিষ্ঠিত করেছেন অরিজিৎ। তবে এমন একজন গায়ক ছিলেন যিনি এই স্বনামধন্য সংগীত শিল্পীকেও অনায়াসে টেক্কা দিয়েছিলেন একসময়। তার নাম রেক্স ডিসুজা।

না রেমো ডিসুজা নয়, কথা বলছি রেক্স ডিসুজার। নামটা হয়তো একেবারেই পরিচিত নয় তাই বুঝতে পারছেন না আপনি। এই নামটি মনে করতে গেলে বা ব্যক্তিকে চিনতে হলে বেশ কয়েক বছর আগে ফিরে যেতে হবে আপনাকে। ২০০৬ সালে জনপ্রিয় রিয়ালিটি শো ফেম গুরুকুল, অনুষ্ঠানে প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করেছিলেন রেক্স।

rex dsouza

প্রথম থেকেই আত্মবিশ্বাসের সঙ্গে সকলকে পেছনে ফেলে দিয়ে এগিয়ে যাচ্ছিলেন তিনি। দর্শকদের মনে খুব সহজে জায়গা করে নিয়েছিলেন এই গায়ক। অনুষ্ঠানে অরিজিৎ সিংকে প্রতিদ্বন্দ্বী হিসেবে পেয়েছিলেন রেক্স। অরিজিৎ আরো পাঁচজন প্রতিযোগীর মত ছিলেন ভীষণ সাধারণ যিনি তখন লড়াই করেছিলেন নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য।

অরিজিৎকে পেছনে ফেলে দিয়ে অনেকটাই এগিয়ে যান রেক্স। প্রতিযোগিতার মাঝেই ছিটকে যান অরিজিৎ। রেক্স যদিও চূড়ান্ত পর্ব পর্যন্ত নিজেকে টিকিয়ে রেখেছিলেন। অনুষ্ঠানে বিজয়ী হয়েছিলেন রূপরেখা বন্দ্যোপাধ্যায় এবং কাজী তৈকির। রানার আপ হয়েছিলেন রেক্স। কিছু মাস এই প্রতিযোগীদের সকলে মনে রাখলেও খুব তাড়াতাড়ি মানুষের মন থেকে হারিয়ে যান তারা।

arijit singh

একদিকে অরিজিৎ যেমন সেরার তকমা ছাড়াই নিজেকে এগিয়ে নিয়ে যেতে পেরেছিলেন বহুদূর, অন্যদিকে সফলতা অর্জন করলেও খুব বেশি দূর এগোতে পারেননি রেক্স। বেশ কয়েকটি আঞ্চলিক ছবিতে গান গাওয়ার পর দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করে এখন আমেরিকায় থাকেন তিনি। দেশ বিদেশে বেশ কিছু স্টেজ শো করে দিন কাটান এবং কাজের পাশাপাশি ঘুরতে ভালোবাসেন এই হারিয়ে যাওয়া সংগীত শিল্পী।