Skip to content

টিকিট ওয়েটিং লিস্টে থাকলেও ট্রেনে পেয়ে যাবেন সিট, নতুন নিয়ম কার্যকর করছে ভারতীয় রেল!

    img 20221010 093504

    ভারতের মতো জনসংখ্যা বহুল দেশে যাত্রীদের যাতায়াতের অন্যতম মাধ্যম হল ট্রেন। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ট্রেনে যাতায়াত করে এবং ভারতীয় রেলওয়ের তরফ থেকে যাত্রীদের সুবিধা প্রদানের জন্য অনেক নিয়ম চালু হচ্ছে।

    Train

    এবার সম্প্রতি জানা গেল, ট্রেনে দূর পথে ভ্রমণের সময় ওয়েন্টিং লিস্টে নাম থাকলেও চিন্তা করার প্রয়োজন নেই। কারণ বেশ কিছু নতুন নিয়মের মাধ্যমে আপনি অনায়াসেই দূর পথে সিট পেতে পারেন। চলুন প্রতিবেদনে এই বিষয়ে বিস্তারিত জেনে নি।

    Express train

    আগের নিয়ম অনুযায়ী, ট্রেনের বাইরে  যাত্রীদের জন্য সিট নম্বর টাঙিয়ে দেওয়া হত। তবে এই নিয়মে পরিবর্তন করার জন্য বেশ কড়া পদক্ষেপ নিতে চলেছেন রেল কর্তৃপক্ষ। এই নিয়ম যাত্রীদের উপর প্রভাব বিস্তার করবে। ইতিমধ্যে টিটিই (TTE) দের হাতে তুলে দেওয়া হয়েছে আধুনিক হ্যান্ড হেল্ড টার্মিনাল মেশিন (HHT)। তবে রেলমন্ত্রী জানিয়েছেন এবারে অনলাইনের মাধ্যমে যাত্রীদের তালিকা প্রকাশ করা হবে।

    TTE

    এছাড়াও আগের নিয়ম অনুযায়ী কোনও যাত্রী যদি নিজের টিকিট বুক করা নির্দিষ্ট ট্রেনটি ধরতে না পারে, তবে সেই যাত্রীকে অনুপস্থিত হিসাবে গণ্য করা হবে। আর তখন Waiting List -এ থাকা যাত্রীর কাছে চলে যাবে সেই সিট। টিটিই (TTE) এই কাজটি করতে পারে হেল্ড টার্মিনাল মেশিনের মাধ্যমে। আগামীতে আরও ১৮০০০ টিটিকে এই মেশিনের দেওয়া হবে।

    Train ticket

    খালি হয়ে যাওয়া সিট গুলি Waiting List-এ থাকা ব্যাক্তিদের জন্য নির্দিষ্ট হয়ে গেলে তখন তার মোবাইল ফোন একটি ম্যাসেজ আসবে। এইভাবে Waiting List-এ থাকা যাত্রীরা উপকৃত হতে পারেন।