বর্তমান সময়ের টলিউড অভিনেত্রীদের মধ্যে সবথেকে বিতর্কিত ব্যক্তিত্ব হল নুসরাত জাহানের (Nusrat Jahan)। রাজনীতিতে প্রবেশ করা থেকে শুরু করে নিজের বৈবাহিক জীবন তথা সম্পূর্ণ ব্যক্তিগত জীবন নিয়ে বিতর্কের সম্মুখীন হয়েছেন তিনি। বর্তমানে তিনি শাসকদলের একজন প্রতিনিধি তথা বসিরহাটের তৃণমূল সংসদ (A representative of the ruling party and Trinamool Sangsad of Basirhat)। তবে আজ এই প্রতিবেদনে আমরা নুসরাতের পরিবারের এমন একজন সদস্য কে নিয়ে কথা বলব যার পরিচয় আপনাদের কাছে অজানা।
আপনারা হয়তো অনেকেই জানেন না তার নুসরাতের (Nusrat) একটি সুন্দরী ছোট বোন আছে। যার নাম নুজহাত জাহান (Nuzhat Jahan)। যদিও তিনি সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকতে বেশি পছন্দ করেন তাই নুসরাতের সঙ্গে কোন অনুষ্ঠানে তাকে কোন সময় দেখা যায়নি। তবে সৌন্দর্যের দিক থেকে তিনি নুসরতের (Nusrat) থেকে কম নয়।
নুজহাত-ও টলিউড ইন্ডাস্ট্রিতে আসার সুযোগ পেয়েছিলেন। তবে এই পেশার প্রতি তার আগ্রহ নেই। সম্প্রতি তার জন্মদিন উপলক্ষে সোশ্যাল মিডিয়ার ছবি দিয়ে শুভেচ্ছা জানিয়েছিলেন নুসরাত জাহান। এর ফলে সকলেই জানতে পারে তার ছোট বোনের কথা। যদিও এর আগে নুসরাতের প্রাক্তন স্বামী নিখিল জৈন (Nikhil Jain), নিজের শালিকার কথা মিডিয়ার কাছে প্রকাশ্যে জানিয়েছিলেন। নুসরাতের সঙ্গে তার সম্পর্ক বিচ্ছেদ হলেও শালিকা সঙ্গে তার সম্পর্ক বেশ ভালই।
খবর সূত্রে জানা গেছে, বর্তমানে নুজহাত পড়াশোনা শেষ করে টরেন্টাই অবস্থিত একটি দামি কোম্পানিতে ইউআই এবং ইউএক্স ডিজাইনার (UI and UX Designer) হিসেবে নিয়োগ হন। নিজের প্রচেষ্টায় তিনি আজ ক্যারিয়ারের সফল হয়েছেন এবং ভবিষ্যতে পরিবারের আশীর্বাদ দিয়ে আরও সফলতা লাভ করতে চান তিনি।
এছাড়াও নুজহাত জাহানের সম্পর্কে বিস্তারিত জানতে গেলে আপনি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অনুসরণ করতে পারেন। কারণ তিনি লাইনলাইট থেকে দূরে থাকলেও নিজস্ব সোশ্যাল মিডিয়ায় অনেক সক্রিয় থাকেন। টলিউড অভিনেত্রীরা তার স্টাইল সেন্স থেকে শুরু করে যাবতীয় বিষয়ে তার সৌন্দর্যের কাছে কিছুই না।