Skip to content

৩৪ বছর আগে এক বোতল কিং ফিশার বিয়ারের দাম কত ছিল? দেখুন ১৯৮৯ সালের বিল

    img 20230202 230346

    বর্তমানে নতুন ট্রেন্ড হলো কোনও পুরনো জিনিসের বহু বছর পূর্বে কত দাম ছিল সেই পুরনো বিল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সকলের সামনে প্রকাশ করা এবং এই ছবি প্রকাশ হওয়া মাত্রই ভাইরাল হয় মুহূর্তের মধ্যে। সম্প্রতি বেশ কিছু মাস ধরে পূর্বে বুলেটের দাম, সোনার দাম থেকে শুরু করে আরও অনেক গুরুত্বপূর্ণ জিনিসের পূর্বে কত দাম ছিল সেই পুরোনো বিলের ছবি ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়।

    Beer

    বর্তমানে সমস্ত শহর তথা গ্রামে সমস্ত জায়গায় বিয়ারের (Bear) দোকান থাকবেই। বিশেষত অনেকেই গরমকালে বিয়ার শপে লাইন দেন। আমরা কমবেশি প্রত্যেকেই জানি বিয়ার কিনতে অনেক অর্থ খরচ হয়। তবে আপনি কি জানেন আজ থেকে ৩৪ বছর আগে বিয়ারের দাম ছিল খুবই কম। এছাড়ো কম থাকার অন্যতম কারণ হলো চাহিদাও তখন বেশি ছিল না। সম্প্রতি ৩৪ বছরের পুরোনো বিয়ারের দামের বিল ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা দেখা মাত্রই অবাক হয়েছেন নেটিজেনরা।

    Hotel bill

    ভাইরাল হওয়া বিলটিতে যে দাম দেখা যাচ্ছে সেই দামের থেকেও বেশি টাকা এখনকার রেস্টুরেন্ট ওয়েটারদের টিপস দেওয়া হয়। বাজারে এখন বিয়ারের দাম আকাশচুম্বি তবে, ১৯৮৯ সালের পুরনো বিলটিতে বিয়ারের যে দাম দেখা যাচ্ছে তা হল ৩৩ টাকা। যা দেখামাত্রই মাথা ঘুরে গেছে নেটিজেনদের। এই পুরনো বিলগুলি চোখের সামনে এলে বোঝাই যায় তখন এর বাজারের অবস্থা আর এখনের বাজারের অবস্থার মধ্যে রয়েছে বিস্তার পার্থক্য।

    Beer

    ভাইরাল হওয়া বিলের ছবিটি আলকা নামক কোনও হোটেলের। যেটিতে তারিখ দেওয়া আছে ৯ই নভেম্বর। এই বিলে একটি বিয়ারের বোতলের নাম ৩৩ টাকা দেখা যাচ্ছে। এই বিল দেখামাত্রই জনমানুষ মন্তব্য করতে শুরু করেছে যে ‘সেই সময় কত কম দাম ছিল  বিয়ারের, তবে আজ এক বোতল বিয়ারের দাম রেস্টুরেন্টের খাবারের চেয়েও বেশি।’