বিগত কয়েক বছরে পৃথিবী জুড়ে এত ভয়ঙ্কর ঘটনা ঘটে যাওয়ার ফলে ভ্রমণপ্রেমী মানুষরা ঘুরতে গেলেও মনের মতো করে ঘুরতে পাচ্ছেন না। তবে এবার পর্যটন শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভারতীয় রেলওয়ের (Indian Railway) আইআরসিটিসি (IRCTC) বিভাগ মাঝে মাঝেই নানা ট্যুর প্যাকেজ (Tour Package) নিয়ে আসছেন। এই প্যাকেজ আপনাকে বিদেশ ভ্রমণের সুযোগও করে দেবে।
সম্প্রতি আইআরসিটিসি (IRCTC) নিয়ে এল একটি দুর্দান্ত ট্যুর প্যাকেজ (Tour Package)। যার নাম এমভি মহাবাহু ডাউনস্ট্রিম ক্রুজ প্যাকেজ এক্স শিলঘাট জেটি (IRCTC MV Mahabaahu Downstream Cruise Package Ex Silghat Jetty)। আসাম যদি আপনার পছন্দের পর্যটনকেন্দ্র হয় তবে এই প্রতিবেদনটি আপনার জন্য।
এই রিভার ক্রুজ প্যাকেজটি চালু করা হবে গুয়াহাটি থেকে। প্রথমে বিমানে করে পর্যটকারীদের গুয়াহাটি নিয়ে যাওয়া হবে এবং পরে শিলঘাট নিয়ে যাওয়া হবে। তারপর তাদের ক্রুজে তোলা হবে। ২দিন ৩ রাতের এই প্যাকেজটি অত্যন্ত মনোরম। দুপুরে ক্রুজে খাবার দেওয়ার পর বিশ্রামের জন্য কেবিন আছে।
এই প্যাকেজটি আসামের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য একেবারে আদর্শ। এই ক্রুজে কামাখ্যা মন্দির (Kamakhya Mandir) সহ আসামের (Assam) বিভিন্ন স্থান ঘুরে দেখানো হবে। ভ্রমণকারীদের দৈনন্দিন জীবনে যা যা প্রয়োজনীয়, তার জন্য যাবতীয় ব্যবস্থা থাকবে। আর এই ব্যবস্থা করবে আইআরটিসিটি। ১১ই নভেম্বর থেকে শুরু হতে চলেছে এই যাত্রা। আগামী বছরের মাসগুলো থেকেই আপনি এই ক্রুজে চেপে আসাম ঘুরে আসতে পারেন।