আল্লু আর্জুন অভিনীত পুষ্পা (Pushpa) বক্স অফিস তথা ভক্তদের মনে ঝড় তুলেছিল। এরপর বেশ কিছুমাস ধরে শোনা যাচ্ছে এবং শিরোনামেও এসেছে যে পুষ্পা ২ (Pushpa 2) আসতে চলেছে। তবে সম্প্রতি শোনা যাচ্ছে, শাহরুখ খানে’র ‘পাঠান’- এর সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছে এই ‘পুষ্পা ২’।
আল্লু আর্জুন ও রশ্মিকা মান্দানার অভিনীত পুষ্পার দ্বিতীয় অংশ আসতে চলেছে। খবর সূত্রে জানা গেছে আগামী বছর মুক্তি পেতে পারে পুষ্পা ২। তবে কোন মাসে মুক্তি পাবে তা এখনও জানা যায়নি, সাথে আগামী বছর শাহরুখেরও ‘পাঠান’ মুক্তি পাবে।
নভেম্বর থেকেই Pushpa 2-এর শুটিং খুবই দুর্দান্তভাবে চালু করেছেন প্রযোজকরা। আসলে প্রথম পর্বে অতিরিক্ত সফলতা অর্জনের পর নির্মাতারা ছবিটির সিক্যুয়ালটি আরও দুর্দান্ত পর্যায়ে তৈরি পরিকল্পনা করছেন। তাই এই ছবির বাজেট আগের তুলনায় আরও বাড়ানো হয়েছে। বর্তমানে এই ছবির বাজেট ৪০০ কোটি টাকা।
সবচেয়ে চমকপ্রদ বিষয় হল, আসন্ন এই সিনেমায় আল্লু আর্জুনকে ২ জন ( Fahad Fazil and Vijay Sethupathi) দুর্দান্ত অভিনেতা সাথে ভিলেনের দরুণ লড়তে হবে। তাই এই দুর্দান্ত সিনেমাটি দেখার জন্য কোটি কোটি ভক্তরা অধীর আগ্রহী।