প্রতিদিন বলিউড (Bollywood Celebrities) তারকাদের বিলাসবহুল জীবনযাপন থেকে শুরু করে তাদের ব্যক্তিগত জীবন সম্পর্কে বিভিন্ন গল্প খবরের শিরোনামে উঠে আসে। শুধু তাই নয়, বলিউডের (Bollywood) তারকাদের সমাজ কল্যাণ অথবা সমাজসেবার (Social Worker) বিভিন্ন গল্প খবরের শিরোনামে দেখা যায়। বলিউডের অসংখ্য অভিনেতা অভিনেত্রী সমাজকল্যাণ কাজে নিযুক্ত। তেমনই ৬ জন বলিউড সেলিব্রেটি আছেন যারা অনাথ শিশুদের দত্তকও নিয়েছেন। দেখে নিন এই তালিকায় কোন কোন সেলিব্রেটির নাম রয়েছে।
রাভিনা ট্যান্ডন (Ravina Tandan):
বলিউডের এক সময়ের এই জনপ্রিয় সুন্দরী অভিনেত্রী রাভীনা ট্যান্ডন (Ravina Tandan) অভিনয়ের পাশাপাশি দীর্ঘদিন সমাজ কল্যাণের কাজেও যুক্ত ছিলেন। অভিনেত্রীর দুটি মেয়ে পূজা (Pooja) ও ছায়া (Chaya) যাদের তিনি দত্তক নিয়েছিলেন। এই দুই সন্তানকে দত্তক নেওয়ার পর তার বিয়ে হয়।
সানি লিওন (Sunny Leone):
বিদেশ থেকে এসে ভারতীয় ইন্ডাস্ট্রিতে জায়গা করে নিয়ে নিজের ক্যারিয়ারের সাফল্যতা অর্জন করা অভিনেত্রী হলেন প্রাক্তন পর্নস্টার সানি লিওন (Sunnyleone)। বর্তমানে সানি এবং তার স্বামী মুম্বাইতে থাকেন। বেশ কয়েক বছর পূর্বে এই দম্পতি একটি সুন্দর শিশু কন্যাকে দত্তক নিয়েছিল। যাকে তারা নিশা কৌর (Nisha Kaur) নামে পরিচয় দিয়েছে।
মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty):
বলিউডের মহাগুরু তথা দীর্ঘকালের বাংলা সুপারস্টার মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) নিজস্ব দুই ছেলে আছে। তবে তার তিনটি সন্তান। যার মধ্যে একটি কন্যা সন্তানকে তিনি দত্তক নিয়েছিলেন। শোনা যায় তিনি নাকি আবর্জনার স্তুপ থেকে সেই কন্যা সন্তানকে কুড়িয়ে পেয়েছিলেন। তারপর তাকে নিজের মেয়ের পরিচয় ভালোভাবে লেখাপড়া শিখিয়ে স্বাচ্ছন্দে মানুষ করেন। মিঠুন চক্রবর্তীর মেয়ের নাম দিশানী চক্রবর্তী (Dishani Chakraborty)
প্রীতি জিন্টা (Preity Zinta):
বলিউডের অন্যতম সুন্দরী অভিনেত্রী হলেন প্রীতি জিন্টা (Preity Zinta)। যিনি দীর্ঘ বছর বলিউড ইন্ডাস্ট্রিতে অভিনয় করে দর্শকদের অসংখ্য সিনেমা উপহার দিয়েছিলেন। তিনি একটি শিশু কন্যাকে দত্তক নিয়েছিলেন।
সেলিম খান (Salim Khan):
বলিউডের ভাইজান সালমান খানের (Salman Khan) পিতা সেলিম খানের (Selim Khan) তিনটি ছেলে সলমন (Salman Khan), সোহেল খান (Sohel Khan), আরবাজ খান (Arbaz Khan) ছাড়াও দুটি মেয়ে সন্তান আছে। যার মধ্যে একটি মেয়েকে তিনি দত্তক নিয়েছিলেন। সে হল অর্পিতা খান (Arpita Khan)। পরে অভিনেতা আয়ুষ শর্মার (Ayush Sharma) সাথে অর্পিতার বিয়ে হয়।
সুস্মিতা সেন (Susmita Sen):
বলিউডের সবচেয়ে সুন্দরী অভিনেত্রীদের মধ্যে সুস্মিতা সেন-এর (Sushmita Sen) নাম অন্যতম। মিস ইউনিভার্স খেতাব জয়ী এই অভিনেত্রী দুটি কন্যা সন্তানকে দত্তক দিয়েছিলেন। তাদের একজনের নাম আলিশা (Alisha) আর অপর একজনের নাম রিনি (Renee)।