Skip to content

না আমেরিকা না ব্রিটেন! বর্তমানে বিশ্বের সবচেয়ে শিক্ষিত দেশ কোনটি জানেন?

img 20230503 190249

আমরা যদিও মনে করি শিক্ষার ভিত্তিতে ভারতের স্থান অনেক উর্দ্ধে, তবে তা ভুল। বলা যায়, ভারতে শিক্ষার অবস্থা বাকি অন্যান্য দেশের তুলনায় অনেকটাই শোচনীয়।

Education

অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (OECD) অনুযায়ী, শিক্ষার ভিত্তিতে ব্রিটেনের স্থান অষ্টম। এখানে প্রায় ৪৯.৩৯ শতাংশ মানুষ  শিক্ষিত। কথাতেই আছে যে দেশে শিক্ষিত মানুষের সংখ্যা বেশি, সেই দেশের উন্নতি আরও দ্রুত গতিতে হয়। এই উক্তিটি কিছুটা হলেও সত্যি।

World Map

 

আপনি হয়তো জানলে অবাক হবেন আমেরিকা (America) ও ব্রিটেনের (Britain) মতো দেশগুলোই বিশ্বের সবচেয়ে শিক্ষিত দেশের তালিকায় শীর্ষ ১০-এ স্থান পায়নি। যে দেশগুলি বাকি দেশকে চালিত করে চলেছে প্রতিনিয়ত, সেই দেশগুলোর শিক্ষা ক্ষেত্রে আজ এই অবস্থা। সাম্প্রতিক একটি প্রতিবেদনে জানা গেছে যে,  বিশ্বের সবচেয়ে শিক্ষিত দেশের তালিকায় শীর্ষে চীনের মতো উন্নতশীল দেশেরও নাম নেই। তাহলে কোন দেশগুলো  শিক্ষাগত দিক থেকে শীর্ষস্থানে রয়েছে তা জেনে নিন।

Students

অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (ওইসিডি) অনুযায়ী জানা গেছে, বিশ্বের শিক্ষিত দেশের তালিকায় সর্ব শীর্ষ স্থানে রয়েছে কানাডা (Canada)। যেখানে প্রায় ৫৯.৯৬ শতাংশ জনগণ শিক্ষিত। এক্ষেত্রে জাপানের (Japan) স্থান দ্বিতীয়তে। যেখানে প্রায় ৫২.৬৮ শতাংশ জনগণ শিক্ষিত। তৃতীয় স্থানে রয়েছে লুক্সেমবার্গ (Luxembourg), যেখানে শিক্ষিত জনগণ প্রায় ৫১.৩১ শতাংশ। চতুর্থ স্থানে এবং পঞ্চম স্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া (South Korea) এবং ইসরায়েল (Israel)। যেখানে প্রায় শিক্ষিত জনগণ রয়েছে ৫০.৭১ এবং ৫০.১২ শতাংশ।

Books

এই তালিকায় আমেরিকা (America) ও ব্রিটেনের (Britain) স্থান ষষ্ঠ এবং অষ্টম তালিকায়। যেখানে প্রায় শিক্ষিত জনসংখ্যার পরিমাণ ৫০.০৬ এবং ৪৯.৩৯ শতাংশ। তবে ভারতের কোনো স্থান নেই এই তালিকায়।