Skip to content

এক-দু রকমের নয় ভারতীয় ট্রেনে বাজানো হয় ১১ রকমের হর্ন, প্রতিটি হর্নের রয়েছে একটি বিশেষ অর্থ!

img 20230301 211719

এখন মানুষ বর্তমান সমাজের ছোট ছোট বিষয়গুলি নিয়ে খুবই সর্তক এবং জ্ঞানী। এমন অনেক বিষয় আছে যা প্রত্যেকে আগে অনুমান করে নিত, তবে এখন তারা সেই বিষয়গুলি সম্বন্ধে অল্পবিস্তর জানে। তেমনিই একটি বিষয় হলো ট্রেনের হর্ন (Train Horns)। আমরা হয়তো অনেকে জানি আবার অনেকে জানি না যে ট্রেনে মোট ১১ ধরনের হর্ন আছে এবং প্রত্যেকের আওয়াজের আলাদা আলাদা অর্থ আছে। তাই ভুলবশত আগেকার দিনে বাড়ি অথবা কর্মস্থল থেকে কোনো হর্ন বাজলে আমরা নিজেদের মতো করে মালগাড়ি অথবা অন্য কোনও ট্রেন ভেবে অনুমান করতাম। তবে চলুন আজ এই প্রতিবেদনে মোট ১১ টি হর্নের কাজ জেনেনি।

Train

১) ছোটো হর্ন:  এই হর্নের অর্থানুযায়ী, ট্রেন ইয়ার্ডে পরিষ্কার-পরিচ্ছন্ন হওয়ার জন্য যেতে প্রস্তুত রয়েছে এবং এই স্থান থেকেই আগামী দিনে ট্রেন ছাড়বে সেটার নির্দেশ দেওয়া।

২) দুটি ছোটো হর্ন:  এই দুটি ছোট হর্ন নির্দেশ করে যে ট্রেনটি যাত্রার জন্য প্রস্তুত হয়েছে। এছাড়াও মোটরম্যান (ড্রাইভার) গার্ডকে ট্রেন যাত্রা শুরু হচ্ছে সে বিষয়ে চূড়ান্ত নির্দেশ দেয়।

৩) তিনটি ছোটো হর্ন: এই হর্ন বাজানো হয় মারাত্মক ইমারজেন্সি সিচুয়েশনে হয়। এর অর্থ হলো ড্রাইভার যদি ইঞ্জিনের ক্ষেত্রে নিজের কন্ট্রোল হারিয়ে ফেলে তখন এমন পরিস্থিতিতে ড্রাইভারকে ভ্যাকিউম ব্রেক টানার বার্তা ৩ টি ছোটো হর্নের প্রধান কাজ। সাধারণত এই হর্নের ব্যবহার খুবই কম করা হয়ে থাকে।

Train horn

৪) চারটি ছোটো হর্ন:  এই চারটি হর্ন তখন বাজানো হয় যখন ট্রেনে কোনো টেকনিক্যাল সমস্যা দেখা দেয় অথবা ট্রেন খারাপ হয়ে যায় তখন সে ক্ষেত্রে বার্তা দেওয়ার জন্য এই হর্নগুলির ব্যবহার কার্যকরী।

৫) একটা লম্বা টানা হর্ন ও তারপর ছোটো একটা হর্ন: এই হর্ন বাজলে তখন বুঝবেন যে চালক ইঞ্জিন চালু করার পূর্বে ব্রেক পাইপ সিস্টেম সেট করার জন্য গার্ডকে সংকেত দিচ্ছে।

৬) দুটি লম্বা ও দুটি ছোটো হর্ন: এই দুই হর্নের অর্থ হল যে ড্রাইভার গার্ডকে ইঞ্জিনের কন্ট্রোল নেওয়ার জন্য।

Train engine

৭) দুইবার থেমে থেমে হর্ন: এই হর্নগুলি রেলওয়ে ক্রসিংয়ের জায়গায় বাজানো হয় যাতে লোকেরা দূরত্ব বজায় রাখে ট্র্যাক থেকে।

৮) দুটি লম্বা ও একটি ছোটো হর্ন: এই হর্নগুলি ট্রেনের ট্র্যাক বদলানোর নির্দেশ দেয়।

৯) দুটি ছোটো ও একটি লম্বা হর্ণ: যখন কোনো যাত্রী ট্রেনের চেন টানে বা গার্ড ভ্যাকিউম ব্রেক টানে তখন বাজানো হয় এই হর্নগুলি।

১০) ছয়বার ছোটো হর্ন: প্রধানত ড্রাইভার এই হর্ন নিজেই বজায় যখন ট্রেন কোনো সমস্যায় ফেঁসে যায় তখন।

১১) একটানা বাজতে থাকা হর্ন:  এইভাবে হর্ন বাজলে বুঝতে হবে ট্রেনটি ওই স্টেশনে থামবে না।