সবচেয়ে জনপ্রিয় বলিউড অভিনেতার কথা যদি বলা হয় তাহলে প্রথমে মাথায় আসে সালমান খানের (Salman Khan) কথা। সালমান খান হলেন একজন অতি সফল এবং প্রতিভাবান অভিনেতা। নব্বই দশক থেকে শুরু করে এখনো পর্যন্ত বলিউড জগত কাঁপিয়ে রেখেছেন। কিন্তু ব্যক্তিগত জীবনে তিনি এখনো ব্যাচেলর অর্থাৎ অবিবাহিত। তিনি বর্তমানে 2304 কোটি টাকার মালিক। যেহেতু তিনি বিবাহ করেননি তাহলে এত সম্পত্তির মালিক কে হবেন?
বেশিরভাগ মানুষেরই প্রশ্ন কোটি টাকার মালিক তাহলে পরবর্তী ক্ষেত্রে তার এত সম্পত্তির উত্তরাধিকার কে হবেন? সকলের প্রিয় বিগ বি অর্থাৎ অমিতাভ বচ্চন বহু কোটি টাকার মালিক। অবশ্য তার উত্তরাধিকার হিসেবে অভিষেক বচ্চন রয়েছেন। কিন্তু সালমান খানের (Salman Khan) উত্তরাধিকার কে হবেন? সালমান খানের মাসিক আয় প্রায় কুড়ি কোটি টাকা। বাৎসরিক আয় 165 কোটি টাকা। তবে 2020 সালের পর থেকে তার বাৎসরিক আয় বেড়ে হয়েছে 200 কোটি টাকা।
মোট সম্পত্তি এর পরিমাণ 2304 কোটি টাকা। তার এই টাকার বেশিরভাগটাই আছে জনপ্রিয় রিয়েলিটি শো Big Boss থেকে। তাছাড়াও যেহেতু একজন সফল অভিনেতা তাই অভিনয়জীবনে থেকে বহু টাকা কামিয়েছেন। কিন্তু এত টাকা ও সম্পত্তির মালিক হওয়া সত্বেও উত্তরাধিকার যদি না থাকেন তাহলে কি লাভ? যদিও সালমান খান একটি সাক্ষাৎকারে নিজে বলেছেন যে তিনি আর বিয়ে করবেন না।
ঘুরে ফিরে সেই একই জায়গায় প্রশ্ন। তাহলে এত সম্পত্তির উত্তরাধিকারী কে! ব্যাপারটি এবার পরিষ্কার হয়ে যাবে। সালমান খান একটি সাক্ষাৎকারে বলেন, “আমি যদি ভবিষ্যতে বিবাহ না করি তাহলে আমার সকল সম্পত্তি চলে যাবে ট্রাস্টের নামে।” অর্থাৎ তার সকল সম্পত্তি ট্রাস্ট এ তিনি দান করবেন এটির ই ইঙ্গিত দিয়েছেন। তবে তা এখনই নিশ্চিত ভাবে বলা সম্ভব নয়। সালমান খান নিজেই জানেন তিনি কী করবেন। ভবিষ্যতে কি হবে তা দেখার বিষয়।