বহুবছর আগে টিভি (Tv) দেখা অথবা রেডিও (Radio) শোনার জন্য অ্যান্টেনা (Antenna) লাগানোর প্রয়োজন হতো। এই ব্যবস্থার সময় যদি টিভি অথবা রেডিওটি একটু এদিক ওদিক করা হতো তাহলেই দেখাত আউট অফ সিগন্যাল (Out Off Signal)।
কিন্তু বর্তমানে আর সমস্যা নেই কারণ এখন আধুনিক পর্যায়ে নির্মিত সেট টপ বক্সের (Set-top box) মাধ্যমে দিব্যি চলছে টিভি। তবে এখন এই সেট টপ বক্সের ব্যবহারও হারিয়ে যেতে শুরু করেছে। ইলেকট্রনিক বাজারে পাওয়া যাচ্ছে আরও স্মার্ট টিভি, হারিয়ে যাচ্ছে সমস্ত পুরোনো প্রযুক্তি। শুরু হতে চলেছে বেশ কিছু নতুন প্রযুক্তি।
যদিও এখন এই সেট টপ বক্সে টিভি দেখার মাধ্যমে আপনি নিজস্ব পছন্দমত চ্যানেলগুলো বেছে নিয়ে সেই অনুযায়ী টাকা দেন। তবে এবার সেই দিন শেষ হতে চলেছে। আবারও ফিরে আসছে পুরোনো অ্যান্টেনার ব্যবহার।
তবে অ্যান্টেনার ব্যবহার আবার ফিরলেও ফিরছে না আর আগের পুরোনো আমলের মতো। এবার আরও উন্নত পরিষেবার মাধ্যমে বাজারে আসতে চলেছে এই পরিষেবা। এ কথা বলেছেন স্বয়ং কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। এছাড়াও তিনি জানিয়েছেন, “টিভি দেখার জন্য সরকার এবার নতুন আধুনিক প্রযুক্তির ব্যবস্থা আনতে চলেছে।”
আগত এই স্যাটেলাইট থাকলে কোনও সেট-টপ বক্সের প্রয়োজন হবে না। যদিও এর জন্য অ্যান্টেনা লাগবে। এর মাধ্যমে আপনি অনায়াসেই ২০০ টি চ্যানেল ফ্রিতে দেখতে পাবেন। এই বিষয়ের শীঘ্রই কাজ শুরু হতে চলেছে।