Skip to content

সেট টপ বক্সের দিন শেষ, এবার অ্যান্টেনার মাধ্যমে ফ্রিতে দেখতে পাবেন ২০০ টি চ্যানেল! অভিনব পদক্ষেপ সরকারের

    img 20230217 212044

    বহুবছর আগে টিভি (Tv) দেখা অথবা রেডিও (Radio) শোনার জন্য অ্যান্টেনা (Antenna) লাগানোর প্রয়োজন হতো। এই ব্যবস্থার সময় যদি টিভি অথবা রেডিওটি একটু এদিক ওদিক করা হতো তাহলেই দেখাত আউট অফ সিগন্যাল (Out Off Signal)।

    Watching TV

    কিন্তু বর্তমানে আর সমস্যা নেই কারণ এখন আধুনিক পর্যায়ে নির্মিত সেট টপ বক্সের (Set-top box) মাধ্যমে দিব্যি চলছে টিভি। তবে এখন এই সেট টপ বক্সের ব্যবহারও হারিয়ে যেতে শুরু করেছে। ইলেকট্রনিক বাজারে পাওয়া যাচ্ছে আরও স্মার্ট টিভি, হারিয়ে যাচ্ছে সমস্ত পুরোনো প্রযুক্তি। শুরু হতে চলেছে বেশ কিছু নতুন প্রযুক্তি।

    Set top box

     

    যদিও এখন এই সেট টপ বক্সে টিভি দেখার মাধ্যমে আপনি নিজস্ব পছন্দমত চ্যানেলগুলো বেছে নিয়ে সেই অনুযায়ী টাকা দেন। তবে এবার সেই দিন শেষ হতে চলেছে। আবারও ফিরে আসছে পুরোনো অ্যান্টেনার ব্যবহার।

    Tower

    তবে অ্যান্টেনার ব্যবহার আবার ফিরলেও ফিরছে না আর আগের পুরোনো আমলের মতো। এবার আরও উন্নত পরিষেবার মাধ্যমে বাজারে আসতে চলেছে এই পরিষেবা। এ কথা  বলেছেন স্বয়ং কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। এছাড়াও তিনি জানিয়েছেন, “টিভি দেখার জন্য সরকার এবার নতুন আধুনিক প্রযুক্তির ব্যবস্থা আনতে চলেছে।”

    Anurag Thakur

    আগত এই স্যাটেলাইট থাকলে কোনও সেট-টপ বক্সের প্রয়োজন হবে না। যদিও এর জন্য অ্যান্টেনা লাগবে। এর মাধ্যমে আপনি অনায়াসেই ২০০ টি চ্যানেল ফ্রিতে দেখতে পাবেন। এই বিষয়ের শীঘ্রই কাজ শুরু হতে চলেছে।