ব্যস্ততায় (Busy Lifestyle For Work) ভরা জীবন থেকে ছুটি নিয়ে দূরে কোথাও ঘুরে আসা এখন প্রায় অসম্ভব হয়ে উঠেছে। তবে কাজের চাপে জীবন পুরো অতিষ্ঠ হয়ে পড়েছে। তাই মন ভালো রাখতে সময় বের করে সামান্য কোথাও ঘুরে আসা দরকার। তাই আজকের এই প্রতিবেদনে আমরা হাজির হয়েছি বিশেষ একটি ভ্রমনস্থলের (Tourist Place) সন্ধান নিয়ে।
সব কাজের ফাঁকেই রিফ্রেশমেন্ট সবচেয়ে বেশি প্রয়োজন। তবে দূরে কোথাও ছুটি কাটিয়ে আসার মতো সময় এবং পুঁজির অভাব সকলেরই। তাই আপনাদের এই সমস্যা সমাধান হিসাবে রইল আজকের এই প্রতিবেদনটি। আপনারা কি জানেন কলকাতার (Kolkata) কাছেই এমন একটি স্থান রয়েছে যাকে “মিনি গোয়া” (Mini Goa) বলা হয়। এই টুরিস্ট স্থান সম্পর্কেই আজ আপনাদের জানাতে চলেছি। খুব সহজেই ২ দিনের ছুটি নিয়ে ঘুরে আসুন সমুদ্র সৈকত (Sea Beach)।
শহরের রাণী কলকাতা (Kolkata) থেকে মাত্র ১৩৬ কিমি দূরে বকখালির (Bakkhali) পাশেই অবস্থিত লক্ষ্মীপুর সমুদ্র সৈকত (Lakshmipur beach)। ৩-৪ ঘন্টার মধ্যেই আপনি অনায়াসে সেখানে পৌঁছে যেতে পারেন। মাত্র ১২০০ টাকায় ভালোভাবে আপনার থাকা, খাওয়া, ঘোরা হয়ে যাবে। এখানে এসি/নন এসি সব ধরনের ঘর পাওয়া যাবে। এখানে আপনি রাত্রিবাসও করতে পারেন। নিজের সাধ্যমতন ঘর বুকিং করতে পারবেন।
এই লক্ষ্মীপুর সমুদ্র সৈকতে (Lakshmipur beach) পৌঁছানোর জন্য প্রথমে আপনাকে শিয়ালদা স্টেশন (Sealdha Station) থেকে ট্রেন ধরে নেমে পড়তে হবে নামখানা স্টেশনে (Namkhana Station)। এরপর বাস অথবা গাড়ি করেই মাত্র ৩০ মিনিটেই আপনি এই গন্তব্য স্থলে পৌঁছে যাবেন। তাহলে আর দেরি নয়। শ্রীঘই এই অনন্য সুন্দর পর্যটক স্থানটি ঘুরে আসুন।