Skip to content

হাইটেক রেল স্টেশনে রূপান্তরিত হতে চলেছে এই ৩৫টি রেল স্টেশন! তালিকায় রয়েছে বাংলার এই স্টেশন টি

img 20221111 231855

যতদিন এগিয়ে চলেছে তত সময়ের সঙ্গে তাল মিলিয়ে ভারতীয় রেলওয়ের তরফ থেকে যাত্রীদের সুবিধার্থে নতুন নতুন পদক্ষেপ নেওয়া হচ্ছে। সম্প্রতি ভারতীয় রেলের তরফ থেকে আরও একটি নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে। যাত্রীদের সুবিধার জন্য ভারতীয় রেলের তরফ থেকে মোট ৩৫টি রেলস্টেশনকে আরও সুন্দর সুরক্ষিত করে তোলার জন্য একেবারে নতুন করে গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে কয়েকটি স্টেশনে কাজ শুরু হয়ে গেছে এবং বেশ কিছু স্টেশনে শুরু হয়ে গেছে টেন্ডার প্রক্রিয়া।

Train

যেহেতু সম্পূর্ণ কাজটি রেলমন্ত্রক অনুযায়ী হচ্ছে, তাই আশা করা যাচ্ছে সম্পূর্ণ কাজটি সময় মতো শেষ হয়ে যাবে। যেকোনো জায়গায় স্টেশন তৈরি করার পূর্বে ওই স্টেশন গুলিকে কেন্দ্র করে তার চারপাশের এলাকাগুলিকে আরও উন্নত করে তোলা হয়। তবে প্রতিটি স্টেশনেই ঠিক তার বিপরীত হওয়ায় গণমাধ্যমের ভীষণ সমস্যা দেখা দিয়েছিল।

Modern transport

তাই এবার যাত্রীদের সুবিধার্থে রেলস্টেশনের সামনেই তৈরি হতে চলেছে বাসটপ ট্যাক্সি স্ট্যান্ডসহ একাধিক গণপরিবহন সুবিধা। জেনে নিন কোন ৩৫টি স্টেশন কি নতুন ভাবে তৈরি করা হচ্ছে। সেগুলি হল – অযোধ্যা, বিজবাসন, সফদারজং, গোমতীনগর, তিরুপতি, গয়া, উধনা, সোমনাথ, এর্নাকুলাম, পুরী, নিউ জলপাইগুড়ি, রাঁচি, বিশাখাপত্তনম, পুদুচেরি, কাটপাডি, রামেশ্বরম, মাদুরাই, সুরাট, যোধপুর, চেন্নাই এগমোর, নিউ ভুজ, মুজাফফরপুর, লখনউ (চারবাগ), ডাকানিয়া তালাভ, কোটা, জম্মু তাওয়ি, জলন্ধর ক্যান্ট, নেল্টিলোর, জয়পুর, ফরিদাবাদ, কোবরম , উদয়পুর শহর, জয়সালম।

জানেন এই রেল স্টেশনে কি কি সুবিধা পেতে চলেছেন যাত্রীরা?

Modern railway station

১) আধুনিকীকরণের পর স্টেশন গুলির দুই দিকে প্রবেশদ্বার থাকবে।

২) স্টেশনের ভিতরেই থাকবে ফুট কোর্ট সহ ওয়েটিং লাউন্স, শিশুদের খেলার স্থান এবং শহরের স্থানীয় পণ্য প্রচারের জায়গা।

৩) যেকোনো ধরনের গণপরিববনের সাথে সমস্ত ক্ষেত্রে যোগাযোগ অবশ্যই থাকবে। অর্থাৎ এবার রেলস্টেশনের সাথে বাস, অটো, ট্যাক্সি স্ট্যান্ড থেকে শুরু করে যাবতীয় যানবাহনের যোগসূত্র থাকবে।