Skip to content

কোটি কোটি টাকার সম্পত্তি থাকা সত্ত্বেও খুবই সহজ সরল জীবন কাটান নানা পাটেকর, রইল তাঁর ফটোগ্যালারি

বলিউডে নিজের জায়গা তৈরি করতে কঠোর পরিশ্রম করে নিম্ন সারি থেকে সফলতার শীর্ষে পৌঁছেছেন এমন অনেক অভিনেতা এবং অভিনেত্রীরা তাদের মধ্যে এক জনপ্র্রিয় অভিনেতা নানা পাটেকর (Nana Patekar)। অভিনেতার আসাধারণ এবং ডায়ালগ বলার অসম্ভব পারদর্শিতা সমগ্ৰ দর্শকমহলে মন কেড়ে নিয়েছেন। অভিনেতা নানা পাটেকর(Nana Patekar)। নানা পাটেকার হিন্দি এবং মাদরাজি ভাষায় চলচ্চিত্রে অভিনয় করেছেন এবং খুব দক্ষতার সাথে সেই সমস্ত চলচ্চিত্রে নিজ ভূমিকা ফুটিয়ে তুলেছেন এবং সেই কারণে দর্শকদের কাছ থেকে বহু ভালোবাসাও পেয়েছেন।

nana patekar and Rajinikanth
ভারতবর্ষের সেরা সেরা অভিনেতাদের তালিকায় নানা পাটেকার এক অন্যতম নাম। এই অভিনেতা জীবনের ছোট বয়স থেকেই অত্যন্ত প্রতিভাবান তিনি ছোটবেলা থেকেই নিজের স্কুলে থিয়েটারে অভিনয় করতেন। তারপরে তিনি আর্ট কলেজ থেকে স্নাতক পাস করেন। অভিনেতা নানা পাটেকার তার প্রথম কর্মজীবনে অ্যাডভারটাইজিং এজেন্সিতে কাজ করেন। সেই এজেন্সিতে কাজ করা কালীনই তিনি চলচ্চিত্র জীবনে বা অভিনয় জগতে পদার্পণ করেন। তারপর নিজের চরম দক্ষতার সাথে অভিনয় করে সমগ্র দেশবাসী অর্থাৎ দর্শকদের বহু বিখ্যাত বিখ্যাত চলচ্চিত্র এবং চরিত্রের মাধ্যমে আনন্দ দিয়ে যান।

অভিনেতা হয়েছেন যখন নিজের চেহারা বা দৈহিক গঠন ঠিক রাখতে হবে এটা স্বাভাবিক, সেই কারণেই অভিনেতা বিভিন্ন ব্যায়ামের মাধ্যমে নিজেকে ফিট এন্ড ফাইন রাখেন। তবে অভিনেতা নানা পাটেকার ছোলার শাক এবং লিট্টি খেতে খুবই পছন্দ করেন। শুধু খেতে পছন্দ করেন এমনটাই নয়, অভিনেতা নিজের হাতে রান্না করতেও পছন্দ করেন এবং এটি একটি তার শখ ও বলা যেতে পারে।

Nana patekar life
বিভিন্ন তথ্য থেকে জানা যায় নানা পাটেকর তিন বছর সেনাবাহিনীর প্রশিক্ষণে অংশগ্রহণ করে ক্যাপ্টেন পদ পেয়েছিলেন “প্রহর” চলচ্চিত্রের কারণে। অভিনেতা নানা পাটেকর এক একটি সিনেমাতে অভিনয় করার জন্য কোটি টাকার কাছাকাছি পারিশ্রমিক ধার্য করেন এছাড়াও তিনি বিভিন্ন বিজ্ঞাপনের মাধ্যমে এবং ব্র্যান্ডের প্রচার করে বছরে বহু টাকা উপার্জন করেন। নানা পাটেকর কৃষিকাজেও দক্ষ হওয়ার কারণে তিনি ধান এবং গম চাষ করেন সেই চাষ থেকে যে টাকাটা উপার্জিত হয় তা তিনি কৃষকদের সাহায্যে দান করেন।

নানা পাটেকরের বাড়ির কথা বললেই আগে বলতে হয় মুম্বাইয়ের একটি বিলাসবহুল বাড়ি আছে এবং এছাড়াও রয়েছে পুনের খাদকওয়াসলাতে ২৫ একর জমির উপর একটি খামারবাড়ি। পুনের এই বাড়িতেই অভিনেতা বেশিরভাগ সময় কাটান এবং এই ধান গম সমস্ত রকমের কৃষি কাজ তিনি এই বাড়িতেই করেন। অভিনেতা নানা পাটেকার বহু দামি দামি গাড়ি ব্যবহার করে সেই গাড়ির তালিকা টা এবং দামের তালিকাটাও জেনে নেওয়া যায়।

Nana patekar

তিন লক্ষ টাকা দামের Mahindra Jeep CJ 4, সতেরো লক্ষ টাকার Mahindra Scorpio এবং ৯০ লক্ষ টাকার Audi Q7 অভিনেতা নানা পাটেকরের গাড়ি সম্ভারে রয়েছে। পঞ্চাশ কোটি টাকার মালিকানার অধিকারী হওয়া সত্বেও এই অভিনেতা খুবই সাধারণভাবে নিজের জীবনযাপন করে। প্রথম জীবনে ভীষণ কষ্টের মধ্যে দিয়ে কাটিয়েছেন অভিনেতা নানা পাটেকার এবং তার পরিবার। অভিনেতার বাবার ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার পর অভিনেতা নিজে জেব্রা ক্রসিং এবং ছবির পোস্টার এঁকেছেন অনেক।

অভিনেতা নিজের প্রথম কর্মজীবনের যে চাকরিটি করতেন সেখানে তিনি রোজ 35 টাকা এবং দিনে একটি খাবার পেতেন। এত কষ্টের মধ্যে দিয়ে জীবনযাপন করার কারনে আজও অভিনেতা সেই সাধারণভাবে কাটানো দিনগুলোর কথা মনে রেখেছেন তাই আজও তিনি অতি সাধারণভাবে জীবন যাপন করতে বেশি পছন্দ করেন।