এবার দেশের মানুষদের জন্য এক নতুন সুবিধা নিয়ে এলো কেন্দ্র সরকার। সমস্ত অসংগঠিত শ্রমিকদের থেকে প্লাম্বার, ইলেকট্রিশিয়ান, হেয়ার ড্রেসার, মেকানিক, রিক্সা চালকদের জন্য এই খবরটি জেনে রাখা খুবই জরুরি। আপনিও যদি এই ই-শ্রম(e-Shram)কার্ড তৈরি করেন তাহলে আপনিও পেয়ে যাবেন সরকারের তরফ থেকে একাধিক সুবিধা। বিগত ২৬ শে অগাস্ট মোদি সরকার দেশের সমস্ত অসংগঠিত শ্রমিকদের জন্য ই-শ্রম পোর্টাল (e- SHRAM portal) চালু করেছে।
e- SHRAM portal -এ দেশের সমস্ত অসংগঠিত সেক্টরের শ্রমিকরা নিজেদের কার্ড বানাতে পারবেন। এর ফলে দেশের কোটি কোটি শ্রমিকরা নতুন পরিচয় পাবেন। কার্ড হোল্ডারদের সরকার থেকে বিভিন্নভাবে সাহায্য করা হবে। এমনকি বেশ কিছু সরকারি যোজনার লাভ পাবেন এই কার্ড হোল্ডাররা। এক নজরে দেখে নেওয়া যাক e- SHRAM portal- এ কার্ড বানানোর পদ্ধতি এবং কি কি সুবিধা পাবেন।
e- SHRAM Portal- এ দেশের প্রায় ৩৮ কোটি অসংগঠিত সেক্টরের শ্রমিকদের ১২ ডিজিটের ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর (UAN) এবং ই- শ্রম কার্ড দেওয়া হবে। এর জেরে দেশের কোটি কোটি শ্রমিকরা যেমন নতুন পরিচয় পাবে তেমনই প্রবাসী শ্রমিকদের এর মাধ্যমে ট্র্যাক করা অনেক সহজ হয়ে যাবে। শ্রমিকদের সম্বন্ধে সমস্ত তথ্য এর মাধ্যমে পাওয়া যাবে। কর্মের ভিত্তিতে শ্রমিকদের বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হবে এবং সেই মতোই তারা সরকারি যোজনার সুবিধা পাবেন।
২ লক্ষ টাকার ফ্রী অ্যাক্সিডেন্টাল বীমা যোজনা
ই- শ্রম পোর্টাল রেজিস্ট্রেশন করলে ২ লক্ষ টাকার অ্যাক্সিডেন্টাল বীমা পাওয়া যাবে। এর এক বছরের প্রিমিয়াম সরকারের তরফ থেকে দেওয়া হবে। কোনো রেজিস্টার্ড শ্রমিকের দুর্ঘটনায় মৃত্যু ঘটলে বা বিকলাঙ্গ হয়ে গেলে ২ লক্ষ টাকা পাওয়া যাবে। এছাড়াও কোন রেজিস্টার শ্রমিক আংশিক বিকলাঙ্গ হলেও ১ লাখ টাকার সাহায্য পাওয়া যাবে।
ই- শ্রম কার্ডের জন্য কিভাবে রেজিস্ট্রেশন করবেন
•Step-1: ইন্টারনেট ব্রাউজারে (Browser) গিয়ে e-Shram পোর্টাল পেজের জন্য – https://www.eshram.gov.in/ টাইপ করে এন্টার করতে হবে।
•Step- 2: এরপর হোমপেজে “ই-শ্রমে রেজিস্ট্রেশন করুন” এ ক্লিক করতে হবে
Step-3: এরপর সেল্ফ রেজিস্ট্রেশন https://register.eshram.gov.in/#/user/self ক্লিক করতে হবে।
Step-4: সেল্ফ রেজিস্ট্রেশনে User কে নিজের আধার (Aadhaar) লিঙ্কড মোবাইল নম্বর দিতে হবে।
Step-5: ক্যাপচা (captcha) দিতে হবে এবং সিলেক্ট করতে হবে কর্মচারী EPFO না ESIC এর সদস্য। এরপর ক্লিক করতে হবে ওটিপি (OTP) পাঠানোর জন্য ।
Step-6: এরপর রেজিস্ট্রেশন প্রক্রিয়া পুরো করার জন্য Bank Account Details দিতে হবে ৷
eshram.gov.in- এর তথ্য অনুযায়ী, আধারের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক না করা থাকলেও শ্রমিকরা বিনামূল্যে নিকটবর্তী CSC-তে গিয়ে বায়োমেট্রিক প্রমাণের মাধ্যমে রেজিস্ট্রেশন করাতে পারবেন।