বর্তমানে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির সামনে বলিউডের অবস্থা খুবই খারাপ। বর্তমানে সমস্ত সিনেমা প্রেমীরাই দক্ষিণী সিনেমার অভিনেতা অভিনেত্রীদের যাবতীয় বিষয় সম্বন্ধে জানতে বেশ আগ্রহী হয়ে থাকেন। আজকের এই প্রতিবেদনে জেনে নিন ৫ জন দক্ষিণী সুপারস্টারের সবচেয়ে বিলাসবহুল বাড়ির (Luxury House Of South Superstar) মূল্য কত, যা জানলে আপনি অবাক হবেন।
১) ধনুষ (Dhanush)
কলিউড অভিনেতা ও জনপ্রিয় ‘কোলাবেরি ডি’গানের গায়ক ধনুষের মতো প্রতিভাশীল অভিনেতা এই ইন্ডাস্ট্রিতে বেশ কমই আছে। তিনি আজ সকলের কাছেই পরিচিত। চেন্নাইয়ে এই অভিনেতার ১৯ হাজার স্কোয়ারফুটের একটি বিলাসবহুল বাড়ি রয়েছে যা চারতলা বিশিষ্ট। এছাড়াও এই বাড়িতে রয়েছে একটি বাগানও। এই বাড়িটির আনুমানিক মূল্য হতে পারে ১৫০ কোটি টাকার উর্ধ্বে।
২) মহেশ বাবু (Mahesh Babu)
দক্ষিণের আরও এক জনপ্রিয় সুপারস্টার হলেন মহেশ বাবু (Mahesh Babu)। জুবিলী হিলসে তার একটি বাড়ি রয়েছে। যেখানে তিনি তার পরিবারসহ থাকেন। বাড়িটির দাম আনুমানিক ২৮ কোটি টাকার উর্ধ্বে।
৩) রজনীকান্ত (Rajnikant)
আমাদের এই কিংবদন্তীর চেন্নাইয়ে একটি বিলাসবহুল বাড়ি রয়েছে, যার আনুমানিক দাম ৩৫ কোটি টাকা।
৪) বিজয় দেবরাকোন্ডা (Vijay Devarakonda)
সম্প্রতি বলিউডে পদার্পণ করা এই দক্ষিণী অভিনেতা কম বয়সেই সারা বিশ্বে বেশ সাফল্য অর্জন করেছেন। হায়দ্রাবাদে অবস্থিত তার বিলাসবহুল বাড়িটির আনুমানিক দাম ১৫ কোটি টাকা।
৫) কামাল হাসান (Kamal Haasan)
কমল হাসান দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির একজন দুর্দান্ত প্রবীণ অভিনেতা তথা পরিচালক। চেন্নাই তো অবস্থিত তার একটি বাড়ির দাম আনুমানিক ১৫ টাকারও উর্ধ্বে।
৬) প্রভাস (Prabhas)
দক্ষিণ ভারতের আরও একজন জনপ্রিয় অভিনেতা হলেন প্রভাস। তার অন্যতম পরিচিতি হল বাহুবলী। তিনি সর্বোচ্চ প্রাপ্ত পারিশ্রমিক অভিনেতাদের মধ্যে অন্যতম। তিনি যে জুবিলী হিলসের একটি ফার্ম হাউসে পরিবার সহ থাকেন তার দাম আনুমানিক ৬০ কোটি টাকার উর্ধ্বে।