Skip to content

দেখে নিন বিশ্বের এমন ৬ টি মহামূল্যবান জিনিস যার মালিক হলেন মুকেশ আম্বানি!

img 20221211 163831

ভারতের সবচেয়ে ধনী ব্যবসায়ীদের মধ্যে মুকেশ আম্বানির (Mukesh Ambani) নাম উল্লেখযোগ্য। রিলায়েন্স ইন্ডাস্ট্রির একমাত্র এই কর্ণধার নিজের ব্যবসার সাথে সাথে বিলাসবহুল জীবনযাপন নিয়ে পরিবার সহ খবরের শিরোনামে থাকেন। এই কোটি কোটি টাকা সম্পত্তির মালিকের অজস্র দামি দামি গাড়ি বাড়ি রয়েছে।

মুকেশ আম্বানির মুম্বাইয়ে অবস্থিত সবচেয়ে দামি বিলাসবহুল বাড়িটি দেখলে সকলেই অবাক হন। কোটি কোটি টাকা খরচ করে এই বাড়িটি কেনেন। বর্তমান সময়ে নিজের সমস্ত মূল্যবান জিনিসপত্রের কারণে তাকে প্রায়শই সংবাদ শিরোনামে উঠে আসতে দেখা যায়। আসুন আজ এই প্রতিবেদনে মুকেশ আম্বানির ৬ টি মূল্যবান জিনিস সম্পর্কে জেনে নি।

১) স্টোক পার্ক (Stoke Park)–

Stoke Park

মুকেশ আম্বানি ২০২১ সালে ব্রিটেনের বিখ্যাত কান্ট্রি ক্লাব জয়ী হয়ে বিলাসবহুল গলফ রিসোর্ট “স্টোক পার্ক” নিলামে কিনে নিয়েছিলেন। ৩০০ একর জমির উপর তৈরি হওয়া এই অত্যন্ত সুন্দর ও আকর্ষণীয় ‘স্টোক পার্ক’র মূল্য প্রায় ৬০০ কোটি টাকা।

২) অ্যান্টিলিয়া (Antilia)-

Antilia

মুম্বাইয়ে অবস্থিত এই বাড়িটি মুকেশ আম্বানির সবচেয়ে দামি সম্পদ। ২০০৬ সালে এই ২৭ তলা বাড়িটি তৈরি করতে সময় লেগেছিল প্রায় ৪ বছরেরও অধিক। ১২ হাজার কোটি টাকার বিলাসবহুল বাড়িতে ৬০০ কোটিরও বেশি কর্মচারী কাজ করেন। অ্যান্টিলিয়াতে ৯ টি লিফ্ট, আউটডোর গার্ডেন, অনেকগুলি স্টুডিও এবং আইসক্রিম পার্লার সবকিছুই রয়েছে। ওই বাংলোর ছাদে তিনটি হেলিপ্যাড রয়েছে। বাড়িতে দেড় শতাধিক গাড়ি রাখার ব্যবস্থা রয়েছে।

৩) ম্যান্ডারিন ওরিয়েন্টাল হোটেল (Mandarin Oriental Hotel)-

Mandarin Oriental Hotel

মুকেশ আম্বানির ৭৩০ কোটি টাকায় নিউইয়র্কের ম্যান্ডারিন ওরিয়েন্টাল হোটেলও কিনেছেন। অনেক নামিদামি হলিউড তারকরা কাজের সূত্রে হোটেলে থাকেন।

৪) হ্যামলেস খেলনা (Hamley’s Toy)-

Hamley’s Toy

২০১৯ সালে মাত্র ৬২০ কোটি টাকায়  বিশ্বের বৃহত্তম খেলনা কোম্পানি কিনেছিলেন হ্যামলেস টয়স (Hamley’s Toy)।

৫) মুম্বাই ইন্ডিয়ান্স দল (Mumbai Indians)-

Mumbai Indians

২০০৮ সালে ৭৫০ কোটি টাকা দিয়ে পাঁচবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বিজয়ী মুম্বই ইন্ডিয়ান্স দলকে কিনে নিয়েছিলেন মুকেশ আম্বানি। প্রতিবার এই ম্যাচে তার স্ত্রী নিতা আম্বানি কে উপস্থিত থাকতে দেখা যায়।

৬) জেট বিমান (Jet aircraft):-

Jet aircraft

একাধিক বিলাসবহুল গাড়ি বাড়ির পাশাপাশি মুকেশ আম্বানির নিজস্ব অনেক জেট বিমান রয়েছে। দেশে-বিদেশে কোন সুবিধা অসুবিধা ক্ষেত্রে যাতায়াতের সময় এই বিমান গুলি ব্যবহার করেন তিনি। যার মধ্যে রয়েছে Airbus 319, Boeing Business Jet, Falcon 900Ex jet।