দেশের অন্যান্য টেলিকম কোম্পানী গুলির মত রিলায়েন্স জিও(Reliance jio) ও ডিসেম্বর মাসে রিচার্জ প্ল্যান গুলির মূল্য বাড়িয়ে দিয়েছে। কিছু ক্ষেত্রে রিচার্জ মূল্য একই থাকলেও তাদের ভ্যালিডিটি ও অন্যান্য সুবিধা কমিয়ে দিয়েছে। তবে বেশ কিছু নতুন রিচার্জ প্ল্যান ও লঞ্চ করেছে। যে নতুন পাঁচটি নতুন রিচার্জ প্ল্যান লঞ্চ করা হয়েছে সেগুলিতে বিনামূল্যে Disney+Hotstar এর সাবস্ক্রিপশন দেওয়া হচ্ছে।
• রিলায়েন্স জিও (Jio) এর 601 টাকার রিচার্জ প্ল্যান।
601 টাকা রিচার্জ করলে জিও গ্রাহকরা ভারতবর্ষের যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কল, প্রতিদিন 2 GB করে ডেটা (extra 6 GB) প্রতিদিন 100 টি করে SMS, বিভিন্ন Jio apps সাবস্ক্রিপশন এবং বিনামূল্যে এক বছরের জন্য Disney+Hotstar সাবস্ক্রিপশন। বৈধতা থাকছে সম্পূর্ণ 28 দিনের জন্য।
• রিলায়েন্স জিও (Jio) এর 799 টাকার রিচার্জ প্ল্যান।
799 টাকা রিচার্জ করলে জিও গ্রাহকরা ভারতবর্ষের যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কল, প্রতিদিন 2 GB করে ডেটা ,প্রতিদিন 100 টি করে SMS, বিভিন্ন Jio apps সাবস্ক্রিপশন এবং বিনামূল্যে এক বছরের জন্য Disney+Hotstar সাবস্ক্রিপশন। বৈধতা থাকছে সম্পূর্ণ 56 দিনের জন্য।
• রিলায়েন্স জিও (Jio) এর 1066 টাকার রিচার্জ প্ল্যান।
1066 টাকা রিচার্জ করলে জিও গ্রাহকরা ভারতবর্ষের যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কল, প্রতিদিন 2 GB করে ডেটা(extra 5 GB ডেটা) ,প্রতিদিন 100 টি করে SMS, বিভিন্ন Jio apps সাবস্ক্রিপশন এবং বিনামূল্যে এক বছরের জন্য Disney+Hotstar সাবস্ক্রিপশন। বৈধতা থাকছে সম্পূর্ণ 84 দিনের জন্য।
• রিলায়েন্স জিও এর 3199 টাকার রিচার্জ প্ল্যান।
3199 টাকা রিচার্জ করলে জিও গ্রাহকরা ভারতবর্ষের যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কল, প্রতিদিন 2 GB করে ডেটা(extra 10 GB ডেটা) ,প্রতিদিন 100 টি করে SMS, বিভিন্ন Jio apps সাবস্ক্রিপশন এবং বিনামূল্যে এক বছরের জন্য Disney+Hotstar সাবস্ক্রিপশন। বৈধতা থাকছে সম্পূর্ণ 365 দিনের জন্য।
• রিলায়েন্স জিও এর 4199 টাকার রিচার্জ প্ল্যান।
4199 টাকা রিচার্জ করলে জিও গ্রাহকরা ভারতবর্ষের যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কল, প্রতিদিন 3 GB করে ডেটা ,প্রতিদিন 100 টি করে SMS, বিভিন্ন Jio apps সাবস্ক্রিপশন এবং বিনামূল্যে এক বছরের জন্য Disney+Hotstar সাবস্ক্রিপশন। বৈধতা থাকছে সম্পূর্ণ 365 দিনের জন্য।