ভারতের ধনী ব্যক্তিদের মধ্যে অন্যতম হলেন মুকেশ আম্বানি (Mukesh Ambani)। তবে যে শুধু ভারত নয় সমগ্র এশিয়ার মধ্যে 10 জন ধনী ব্যক্তির মধ্যে অন্যতম হলেন মুকেশ আম্বানি (Mukesh Ambani)। বিলাসিতা জীবন যাপন এই ব্যক্তির প্রথম পছন্দ। মুম্বাইয়ের তাঁর বাড়িটি বিশ্বের দ্বিতীয় দামি বাড়ি হিসেবে বিবেচিত হয়েছে। দামি বাড়ির সাথে তিনি বিলাসবহুল গাড়ি ও ব্যবহার করেন। তবে এবার ভারতের একজন ব্যক্তি এমন এক গাড়ি কিনেছেন যা মুকেশ আম্বানির গাড়িকেও হার মানাবে।
সংবাদমাধ্যম থেকে জানা গিয়েছে যে দক্ষিণের সুপারস্টার জুনিয়র এনটিআর যে গাড়িটি ব্যবহার করছেন সেই ধরনের গাড়ি আম্বানির কাছেও নেই। কি সেই গাড়ি? চলুন বিস্তারিত হবে জেনে নিই। দক্ষিণ সুপারস্টার জুনিয়র এনটিআর এমন এক গাড়ি ব্যবহার করছেন যা প্রাসাদকেও হার মানাবে। এই গাড়ি নাকি টাটা, আম্বানিদের কাছেও নেই।
জুনিয়র এনটিআর তার আরআরআর চলচ্চিত্রের কারণে কেবল দক্ষিণে নয়, সারা দেশেই জনপ্রিয়তা লাভ করেছেন। অভিনেতার গাড়ির কথা বলতে গেলে, এই সুপারস্টার সম্প্রতি লঞ্চ হওয়া গাড়ি Lamborghini Urus Graphite Capsule কিনেছেন। মুকেশ আম্বানি এবং নীতা আম্বানির গাড়ির সৌখিনতা থাকলেও তারা কিন্তু এই ধরনের গাড়ি ব্যবহার করেন না। এই গাড়ি একমাত্র আছে দক্ষিণের এই সুপারস্টারের কাছে। জানা গেছে বর্তমানে এই গাড়িটির দাম প্রায় চার কোটি টাকা।