সামনেই বিধানসভা নির্বাচন। রাজনীতির আসল খেলা শুরু হয়ে গেছে। পশ্চিমবঙ্গ সহ পাঁচটি রাজ্যের বিধানসভা নির্বাচন শুরু হতে চলেছে। এই রাজনীতির আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক দেশ এক রেশন সুবিধাভোগীদের ‘মেরা রেশন অ্যাপ(Mera Ration App)’ এর সূচনা করলেন।
•এক দেশ এক রেশন কার্ড প্রকল্প কে সফল করতেই কেন্দ্র সরকারের তরফ থেকে নতুন নতুন স্কিম আনা হচ্ছে। National Food Security Act (NFSA) ও অন্যান্য বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পের দ্বারা যাতে দেশের পরিযায়ী শ্রমিকরা দেশের যেকোনো প্রান্তে রেশন দোকানে ন্যায্যমূল্যে রেশন সামগ্রী পেয়ে থাকে সেই ব্যবস্থা করছে।
•প্রধানমন্ত্রীর তরফ থেকে লঞ্চ করা এই অ্যাপটি হিন্দি ও ইংরেজি ভাষায় উপলব্ধ হবে। এবং আগামী দিনে অ্যাপটিকে আরো আপগ্রেডেশন করার কথাও উল্লেখ করা হয়েছে। এবং তার সাথে আরও 14 টি ভাষা যুক্ত করা হবে এই অ্যাপটিতে। ফলে ভাষা সংক্রান্ত কোন সমস্যা থাকবে না।
•’মেরা রেশন’ (Mera Ration App) অ্যাপটির জিপিএস লোকেটর এর মাধ্যমে নিকটবর্তী ন্যায্য মূল্যের রেশন দোকানের লোকেশন পাওয়া যাবে।
•রেশন দোকানে কি কি শস্য মজুদ আছে সে সম্পর্কে তথ্য জানা যাবে।
•অ্যাপটির মাধ্যমে পরিযায়ী শ্রমিকরা তাদের তথ্য নথিভূক্ত করতে পারবে।
•রেশন দোকানের সাথে করা সাম্প্রতিক লেনদেনের তথ্য জানা যাবে এই অ্যাপটির মাধ্যমে।
•এছাড়াও অ্যাপটিতে আপনার মতামত অর্থাৎ ফিডব্যাক(feedback) প্রদান করার ব্যবস্থা রয়েছে।
∆ দেশে করোনা মহামারী সময় পরিযায়ী শ্রমিক দের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। তখন কেন্দ্র সরকার এক দেশ এক রেশন ব্যবস্থা চালু করার সিদ্ধান্ত নেয়। এর ফলে যে কোন মানুষ ও পরিযায়ী শ্রমিক রা দেশের যেকোন প্রান্তে রেশন সংগ্রহ করতে পারবে।
আগামী বছর অর্থাৎ 2020 সালে দেশের 12 টি রাজ্য এই ‘এক দেশ এক রেশন’ প্রকল্পের আওতায় যুক্ত ছিল, এখন দেশের 32 টি রাজ্য এই প্রকল্পের আওতায় যুক্ত হয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গ,অসম,দিল্লি ও ছত্রিশগড় রাজ্য এখনো এই প্রকল্পের আওতায় আসেনি।
‘এক দেশ এক রেশন’ যোজনার সুবিধা পাচ্ছে প্রায় 23.26 কোটি দেশের মানুষ।