বর্তমানে বাংলার ঘরে ঘরে জনপ্র্রিয় টেলি সিরিয়াল হল মিঠাই (Mithai)। এই মিঠাই সিরিয়ালের প্রধান মুখ্য চরিত্রে অভিনয় করছেন সৌমিতৃষা কুন্ডু। এই সৌমিতৃষা বর্তমানে সমস্ত বাঙালি ঘরের মেয়ে হয়ে উঠেছে।
অভিনেত্রী সৌমিতৃষা (Soumitrisha Kundu) নিজ দক্ষতায় এবং নিজ অভিনয় দিয়ে সমস্ত দর্শকদের মন জয় করেছেন। অভিনেত্রী সৌমিতৃষা যেমন গুনে তেমনি তার রূপে রয়েছে অসাধারণ ঝলক মিষ্টি হাসি। এই অভিনেত্রী অভিনয়ের পাশাপাশি নিজের সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে ও যথেষ্ট একটিভ থাকেন, এই প্লাটফর্মের দ্বারা তিনি তার সমস্ত খুঁটিনাটি সব ছোটখাটো আনন্দ তার ভক্তদের সাথে ভাগ করে নেন।
অভিনেত্রী সৌমিতৃষা (Soumitrisha Kundu) দর্শকদের মনে গেঁথে গেছে তার অভিনয় দক্ষতার সাথে সাথে ও তার রূপের সৌন্দর্যের জন্য এবং তার স্টাইল এর চাকচিককের জন্য। সম্প্রতি জি বাংলা চ্যানেলের সবচেয়ে বড় এওয়ার্ড শো জি বাংলা সোনার সংসারে সৌমিতৃষা নিজের পোশাকের মাধ্যমে দর্শকদের মনে আরো একবার ঝড় তুলেছিলেন।
প্রসঙ্গত উল্লেখ্য এই অ্যাওয়ার্ড শো তে মিথাই হিসেবে তিনি নিজেকে তুলে ধরেননি। তিনি একেবারে তার নিজ অর্থাৎ সৌমিতৃষা কুন্ডু হিসেবেই উপস্থিত ছিলেন অ্যাওয়ার্ড শোতে। এই শোতে অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু একেবারে অন্য ধারায় নিজেকে তৈরি করে বা সেজে উপস্থিত হয়েছিলেন। এই দিন অভিনেত্রী পড়েছিলেন হালকা ঘিয়ে কালারের শিফনের শাড়ি। তার এই লুকের ছবি প্রকাশ্যে আসতেই সাথে সাথে ভাইরাল হয়ে যায়। এদিন হাজারো সুন্দর সুন্দরী নায়ক-নায়িকাকে অতিক্রান্ত করে দর্শকদের কাছ থেকে নজর কেড়েছিলেন অভিনেত্রী সৌমিতৃষা।
অভিনেত্রী সুন্দর শাড়ির সাথে নিজেকে খুব সুন্দর ভাবে সাজিয়েও তুলেছিলেন। অভিনেত্রী এদিন মেকআপ করেছিলেন খুবই যৎসামান্য ঠোঁটে হালকা লিপস্টিক এবং পায়ে হিল তোলা জুতো। অনুষ্ঠানের রেড কার্পেটে পর্দার মিঠাই অর্থাৎ অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু নানান অঙ্গভঙ্গিমাতে নানান পোজে ছবি তুলেছেন। সকল দর্শকদের কাছে মিঠাই যে কতটা জনপ্রিয় আলাদা করে বলার জায়গা রাখেনা।
জি বাংলার (Zee Bangla) অ্যাওয়ার্ড শোতে মিঠাই সিরিয়াল থেকে প্রধান মুখ্য চরিত্র দর্শকদের পছন্দের সিদ্ধার্থ এবং মিঠাই সেরা নায়ক নায়িকা হিসেবে পুরস্কৃত হয়। মিঠাই সিরিয়ালের অন্যান্য সদস্যরাও এ দিন অ্যাওয়ার্ড শোতে বেশ কিছু পুরস্কারে পুরস্কৃত হয়। মিঠাই বাংলার সিরিয়াল জগতের এক অনবদ্য কাহিনী যা প্রত্যেকটি বাঙালি ঘরে জনপ্রিয়তা লাভ করেছে এবং পেয়েছে প্রচুর পরিমাণে ভালোবাসা।