পৃথিবী পরিবর্তনশীল। পরিবর্তন আগেও হয়েছে, এখনও হবে এবং ভবিষ্যতেও হবে। মানুষ যত উন্নতির শিখরে পৌঁছাচ্ছে, তত তাদের জীবনধারা এবং জীবনযাত্রার পরিবর্তন হচ্ছে। পূর্বে মানুষ বসবাস করতে পশুর মতো, সেই সময়ের নাম প্রাগৈতহাসিক যুগ। সেই যুগে এমন অনেক প্রাণী ছিল তাদের আমরা কোনদিন চোখেও দেখিনি। যে প্রাণীগুলোর সম্পর্কে কোন বিস্তারিত তথ্য আমাদের কাছে নেই।
এরকমই বেশ কিছু বিলুপ্ত প্রাণীর নাম ম্যামথ, লোমথ গন্ডার এবং ডাইনোসর। এরা এমন সব প্রাণী যারা সম্পূর্ণ বিলুপ্ত হয়ে গেছে পৃথিবী থেকে। তবে সম্প্রতি দেখা গেছে কোটি বছর পূর্বের পুরোনো জীবকে। শুনতে অবাক লাগলেও এটা সত্যি। সম্প্রতি এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
ভিডিওতে দেখা গেছে এই কোটি বছরের প্রাণীটি বেশ রহস্যময়। খুব অদ্ভুত আকৃতির দেখতে এই প্রাণীটি। পৃথিবীতে এই হাঙ্গরটি (Shark) বসবাস করতো প্রায় ৪০ মিলিয়ন বছর পূর্বে। এই প্রাণীকে ‘ দ্য ফিল্ড হাঙ্গর ‘ (The Frilled Shark) বলা হয়। জলে সাঁতার কাটা অবস্থায় এই প্রাণীটি জাপানের আওয়াশিমা দ্বীপে দেখতে পাওয়া গিয়েছে। শোনা যায়, এই হাঙ্গরের ৩০০ টি দাঁত রয়েছে, যা সকলের পক্ষে বেশ বিপদজনক।
wowinteresting8 আইডি দিয়ে টুইটারে শেয়ার করা হয়েছে হাঙ্গরের এই ভিডিওটি। এই প্রাণীকে দেখে সমস্ত বিজ্ঞানীরা অবাক হয়েছেন। মাত্র ২৩ সেকেন্ডের মধ্যে লক্ষ লক্ষ মানুষ ভিডিওটি দেখেছেন এবং শেয়ার করেছেন। এখনও পর্যন্ত ভিডিওতে ৭৮ হাজার লাইক পড়েছে। প্রত্যেকে নিজেদের বিভিন্ন মন্তব্য দিয়েছে ভিডিও দেখে। কেউ কেউ বলেছেন, ‘হাঙ্গরটি দেখে মনে হয় বেশ কয়েক কোটি বছরের পুরোনো।’ আবার অনেকেই বলেছেন, ‘এই ভিডিও অবিশ্বাস্য।’