বর্তমানে প্রায়ই হিন্দি টেলিভিশন ইন্ডাস্ট্রির অভিনেতা অভিনেত্রীদের খবরের কাগজের পাতার বিনোদন জগতের শ্রেণীতে সবসময় শিরোনামে থাকতে দেখা যায়। প্রত্যেকেই টেলিভিশন ইন্ডাস্ট্রির সমস্ত প্রোগ্রাম দেখতে পছন্দ করে। এছাড়া শুধু টেলিভিশনের প্রোগ্রাম নয়, সাথে টেলিভিশনের বিভিন্ন রিয়্যালিটি শো দেখতেও পছন্দ করে। ভারতীয় দর্শকরা প্রত্যেকেই নিয়ম করে এই হিন্দি টেলিভিশন ইন্ডাস্ট্রি প্রত্যেকটি প্রোগ্রাম এবং রিয়ালিটি শো দেখে থাকেন। প্রতিটি প্রোগ্রামের অভিনেতা অভিনেত্রীরা তাদের অসাধারণ অভিনয় দক্ষতা এবং সুন্দর মানানসই লুকের কারণে তাদের ভক্তদের কাছে এতটাই জনপ্রিয় হয়ে উঠেছেন যে প্রত্যেকেই বর্তমানে এই অভিনেতা অভিনেত্রীদের বিষয়ে সবরকম তথ্য জানতে বিশেষ আগ্রহী।
অনেক সময় দেখা গেছে অনেক অভিনেতা অভিনেত্রীরা তাদের ছোট বয়স থেকেই অভিনয় জগতে নিজেদের ক্যারিয়ার গড়ে তোলার কারণে তাদের শিক্ষাগত যোগ্যতা বেশি দূর অবধি পৌছায়নি। তবে আজ আমরা এই প্রতিবেদনে এমন কয়েকজন অভিনীত অভিনেত্রীর কথা বলব যারা এই নিয়মের ব্যতিক্রম। বেশ উচ্চশিক্ষায় শিক্ষিত এই অভিনেত্রীরা।
১) সুরভী জ্যোতি (Surbhi Jyoti):-
হিন্দি টেলিভিশন জগতের একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন এই সুরভী জ্যোতি (Surbhi Jyoti)। এই অভিনেত্রী ‘কুবুল হে’ (Qubool Hai) সিরিয়ালসহ আরো বেশ কয়েকটি সিরিয়ালের নিজের অভিনয় দক্ষতার মাধ্যমে সকলের মনে আলাদা ছাপ সৃষ্টি করে জনপ্রিয় হয়ে উঠেছেন। এই অভিনেত্রী ইংরেজিতে এমএ (MA in English) করে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েছেন।
২) তেজস্বী প্রকাশ (Tejasswi Prakash) :-
এই হিন্দি টেলিভিশন অভিনেত্রী বিগ বস (Bigg Boss) রিয়েলিটি শোয়ে বিজয়ী হয়ে দর্শকদের কাছে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছেন। এছাড়াও পূর্বে তিনি অনেক হিন্দি সিরিয়াল করেছেন। তেজাস্বী অনেক উচ্চশিক্ষিত অভিনেত্রী। তিনি টেলিকমিউনিকেশনে (Telecommunication Engineiring) ইঞ্জিনিয়ারিং নিয়ে ডিগ্রি প্রাপ্ত হয়েছেন।
৩) রিদ্ধিমা পণ্ডিত (Riddhima Pandit):-
এই অভিনেত্রী দুর্দান্ত জনপ্রিয়তা অর্জন করেছিলেন রোবট বহু (Robot Bahu) ও বিগবস (Bigg Boss) এবং ওটিটি (OTT) শো-এর মাধ্যমে। এই অভিনেত্রী সোসিওলজি (Sociology) নিয়ে পড়াশোনা করে পোস্ট গ্রেজুয়েশন (Post Graduation) ডিগ্রী প্রাপ্ত হয়েছেন।
৪) দীপিকা সিং (Deepika Shing) :-
এই অভিনেত্রে জনপ্রিয়তা অর্জন করেছিলেন ‘দিয়া আর বাতি হাম’ সিরিয়ালের মাধ্যমে। এই অত্যন্ত সুন্দরী অভিনেত্রী মার্কেটিং (Marketing) নিয়ে পড়াশোনা করে ডিগ্রি লাভ করেন।
৫) ত্রিধা চৌধুরী (Tridha Chawdhury)
এই হিন্দি টেলিভিশন অভিনেত্রী দেহেলিজের (Dehleez) মতো অনেক পপুলার সিরিয়ালের মাধ্যমে ইন্ডাস্ট্রির জনপ্রিয় তালিকার খাতায় নাম লিখিয়েছেন। এই অভিনেত্রী মাইক্রো বায়োলজি তে অনার্সে (Microbiology Honors) ডিগ্রি লাভ করেন।
৬) জ্যাসমিন ভাসিন (Jashmin bhasin)
টেলিভিশনের অন্যতম সেরা অভিনেত্রী হলেন
জ্যাসমিন ভাসিন (Jashmin Bhasin)। টসন-এ-ইশক এর সাথে আরও অন্যান্য অনেক সিরিয়ালের মাধ্যমে তিনি জনপ্রিয়তা অর্জন করেছেন। বিগবস (Biggboss) শোতে অংশগ্রহণ করার পর তার জনপ্রিয়তার বৃদ্ধি পায়। এমবিএ (MBA) করেছেন এই অভিনেত্রী।