2021 মরশুম পর্যন্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অর্থাৎ IPL এ মোট আটটি দল খেলতো। তবে এবার অর্থাৎ 2022 সালে সংযুক্ত হতে চলেছে আরও দুটি নতুন দল। সেই দুটি নতুন দল হলো লখনউ এবং আমেদাবাদ। অর্থাৎ এবার থেকে আইপিএল হবে মোট দশটি দলকে নিয়ে। লখনউ দল টি তিনটি ফ্র্যাঞ্চাইজি ঘোষণা করেছে। এই দল কেএল রাহুল (KL Rahul) কে 17 কোটি, অস্ট্রেলিয়ান অলরাউন্ডার মার্কাস স্টোইনিস (Marcus Stoinis) কে 9.2 কোটি টাকা এবং রবি বিষ্ণোইকে (Ravi Bishnoi) 4 কোটি টাকা তে কেনা হয়েছে।
লখনউ ও আমেদাবাদ নিজেদের খেলোয়াড়দের নাম ঘোষণা করে দিয়েছে যার ফলে মেগা নিলামের পথ পরিষ্কার হয়ে গেল। সঞ্জীব গোয়েঙ্কা লখনউ দল টি কে 7090 কোটি টাকার গ্রুপ রেকর্ডে ক্রয় করেছে। অন্যদিকে সিভিসি ক্যাপিটাল গ্রুপ আহমেদাবাদ দলের জন্য 5665 কোটি টাকার একটি বিড রেখেছিল।
এদিকে IPL এ সংযুক্ত হওয়া নতুন আর একটি দল আমেদাবাদ হার্দিক পান্ডিয়া(Hardik pandya) কে 15 কোটি টাকা, আফগানিস্তানের দুর্ধর্ষ প্লেয়ার রশিদ খান(Rashid Khan) কে 15 কোটি টাকায় এবং শুভমান গিলকে(Shubman Gill) 8 কোটি টাকা ব্যয়ে কিনেছে। এই দলের অধিনায়ক পদের জন্য হার্দিক পান্ডিয়া প্রথম থেকেই দাবিদার ছিলেন। অবশেষে সব জল্পনা কাটিয়ে আমেদাবাদ দলটি ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া কেই অধিনায়ক হিসেবে নির্বাচন করেছে।
অন্যদিকে আমেদাবাদ দলটির ক্রিকেট পরিচালক হিসেবে থাকছেন বিক্রম সোলাঙ্কি। গ্যারি কার্স্টেন(Gary Kirsten) কে ব্যাটিং কোচ ও মেন্টর এবং আশিস নেহেরা(Ashish Nehra) কে হেড কোচ করা হয়েছে। হার্দিক পান্ডিয়ার খারাপ পারফরম্যান্স এর জন্য মুম্বাই ইন্ডিয়ানস তাকে দলে ধরে রাখে নি। অবশেষে আইপিএল এ সঙ্গে যুক্ত হওয়া দুটি নতুন দলের যে তিনজন করে খেলোয়াড়দের নাম ঘোষণা করার কথা ছিল তা ঘোষণা করে দেওয়া হল। IPL 2022 সম্পূর্ণ অন্যরকম ভাবে হতে চলেছে তা সন্দেহ নেই। এছাড়াও এবারে আইপিএলকে হোস্ট করবে টাটা গ্রুপ। নতুন নামে 2022 এ হতে চলেছে Tata IPL।