Skip to content

দেখুন বলিউডের এমন ৫ জন অভিনেত্রীদের যারা একসময় প্রেমে পড়ছিলেন আন্ডারওয়ার্ল্ড ডনের সাথে!

img 20230319 152727

বলিউডের নায়ক নায়িকাদের প্রেমের সম্পর্ক নিয়ে প্রতিদিনই নতুন নতুন গুঞ্জন শোনা যায়। কিন্তু বলিউডের নায়িকারা কি শুধু নায়কের প্রেমে পড়েন? এই বিষয়ে ব্যতিক্রমও রয়েছে। ৯০ দশকের বেশ কিছু অভিনেত্রী আন্ডারওয়ার্ল্ড ডন-দের প্রেমে পড়েছিলেন। আজকের এই প্রতিবেদনে তাদের নাম জেনে নিন।

মমতা কুলকার্নি  এবং ভিকি গোস্বামী (Mamata Kulkarni And Vicky Goswami):

Mamata Kulkarni And Vicky Goswami

অক্ষয় কুমার থেকে শুরু করে সালমান খান এমন প্রায় বড় বড় সুপারস্টারদের সাথে কাজ করেছেন অভিনেত্রী মমতা কুলকার্নি। পরিবার স্বরূপ ফিল্ম ব্যাকগ্রাউন্ড না থাকা সত্ত্বেও সেই সময় ইন্ডাস্ট্রিতে প্রচুর জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি। তবে আন্ডারওয়ার্ল্ডের ডন ভিকি গোস্বামীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ায় তার ক্যারিয়ার ধ্বংস হয়ে যায়।

মনিকা বেদী এবং আবু সালেম (Monika Bedi And Abu Salem):

Monika Bedi And Abu Salem

মনিকা বেদীর (Monika Bedi) বলিউড ইন্ডাস্ট্রিতে নিজের ক্যারিয়ারের শুরুটা বেশ ভালই ছিল। সেই সময় গোবিন্দা (Govinda), সুনীল শেট্টি (Sunil Shetty) থেকে শুরু করে অনেক সুপারস্টার অভিনেতার বিপরীতে কাজ করেছেন তিনি। তবে আন্ডারওয়ার্ল্ডের ডন আবু সালেমের (Abu Salem) সাথে প্রেমের সম্পর্ক তৈরি হওয়ার ফলে বলিউড তাকে বহিষ্কার করে। যদিও এই আন্ডারওয়ার্ল্ড ডনকে বিয়ে করেছিলেন তিনি। তবে অভিনেত্রী তার দ্বিতীয় স্ত্রী।

সোনা মাস্তান  এবং হাজি মাস্তান (Sona Mastan and Haji Mastan):

Sona Mastan and Haji Mastan

৮০-৯০ দশকে বলিউডের সবচেয়ে সুন্দরী অভিনেত্রী সোনা মাস্তানের প্রেমে পরেছিলেন আন্ডারওয়ার্ল্ডের ডন হাজি মাস্তান (Haji Mastan)। এই জুটি বিয়েও করেছিলেন। তাদের প্রেমকাহিনীর উপর বলিউডে ‘ওয়ান্স আপন আ টাইম ইন মুম্বাই’ (Once Upon A Time) নামক একটি সিনেমা তৈরি করা হয়েছিল।

অনিতা আইয়ুব এবং দাউদ ইব্রাহিম (Anita Ayub And Dawood Ibrahim):

Anita Ayub And Dawood Ibrahim

ভারতীয় সিনেমার পর্দায় পাকিস্তানি অভিনেতা অভিনেত্রীদের বরাবরই স্থান রয়েছে। এমনই একজন জনপ্রিয় পাকিস্তানের সুন্দরী অভিনেত্রী হলেন অনিতা আইয়ুব (Anita Ayub)। জনপ্রিয় আন্ডারওয়ার্ল্ডের ডন দাউদ ইব্রাহিম (Dawood Ibrahim) এই অভিনেত্রীর প্রেমে পড়েছিলেন।

মন্দাকিনী এবং দাউদ ইব্রাহিম (Mandakini And Dawood Ibrahim):

Mandakini And Dawood Ibrahim

বলিউডে ডেবিউ করা মাত্রই জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছিলেন সুন্দরী অভিনেত্রী মন্দাকিনী (Mandakini)। তার প্রথম ছবি ‘রাম তেরী গঙ্গা মইলি’ আজও দর্শকদের মনে স্মরণীয় হয়ে আছে। তবে জনপ্রিয় আন্ডারওয়ার্ল্ডের ডন দাউদ ইব্রাহিমের প্রেমে পড়ায় ক্যারিয়ার থেকে তিনি বিরতি নেন।