Skip to content

শোচনীয় অবস্থা বাহুবলীর বল্লালদেবের! কিডনি বিকল, হারিয়েছেন দৃষ্টিশক্তি! বিরল রোগে আক্রান্ত তিনি

img 20230319 144646

বড় বাজেটের সুপারহিট সিনেমা বাহুবলি (Bahubali) শুধু অভিনেতা প্রভাসের (Prabhas) জীবন বদলে দিয়েছে তা নয়, এর পাশাপাশি সিনেমায় বাকিদের গুরুত্বপূর্ণ চরিত্রগুলো প্রধান অভিনেতার মতোই জনপ্রিয়তা অর্জন করেছে।  এদের মধ্যে তেমনই একজন হলেন রানা দগ্গুবাতি (Rana Daggubati), যাকে সবাই ভল্লালদেব (Bhallaldev) নামে চেনেন। সম্প্রতি এই অভিনেতার ‘রানা নাইডু’ (Rana Naidu) নামে একটি ওয়েব সিরিজ মুক্তি পেয়েছে যা ইতিমধ্যেই দর্শকদের কাছে খুবই প্রশংসনীয় হয়ে উঠেছে।

Bhallaldev

তবে আপনি কি জানেন অভিনেতা রানাকে (Rana Daggubati) বাস্তব জীবনে কত কঠিন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে? কঠিন শারীরিক প্রতিকূলতার সাথে লড়াই করছেন অভিনেতা। ডান দিকের চোখে প্রায় দেখতে পাচ্ছেন না তিনি। কারণ তার কর্নিয়া নষ্ট হয়ে গেছে। এমনকি কিডনিও বিকল হয়ে পড়েছে। কিন্তু এই পরিস্থিতিতেও বিশ্রামে নেই তিনি। অবিরত পরিশ্রম করে চলেছেন। অভিনেতা রানা (Rana Daggubati) নিজেই একটি সাক্ষাৎকার বেশ কিছু বিস্ফোরক শক্তি সামনে এনেছেন।

Rana Daggubati

অভিনেতা তার দর্শকদের জানিয়েছেন, “আমি আর ডান চোখে দেখতে পাই না। তাই পরিস্থিতি খুবই খারাপ। দীর্ঘদিন ধরে আমি শারীরিক প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছি।” সম্প্রতি অভিনেতা দৃষ্টিশক্তি ফিরিয়ে আনতে চোখে কর্নিয়া প্রতিস্থাপন করা হয়েছে। সাথে কিডনিও প্রতিস্থাপন করা হয়েছে।

Rana Daggubati

তবে জীবনে এত কঠিন সমস্যার সম্মুখীন হয়েও তিনি কখনো ভেঙে পড়েননি। উপরন্ত প্রতিবার তিনি সাহস সঞ্চয় করে জীবনের পথে এগিয়ে গেছেন। অনেকের কাছেই তার এই কথাগুলো অনুপ্রেরণের মতো কাজ করেছে। যারা শারীরিক সমস্যায় ভুগছেন তাদের প্রতি অভিনেতা জানিয়েছেন, ‘বিপর্যয় আসবেই। তবে এটা থেকে বেরিয়ে আসার চেষ্টা করবেন। তাহলেই সব সহজ হয়ে যাবে।’

Rana Daggubati prabhas

অভিনেতার কথায় তার চোখের কর্নিয়া এবং কিডনির প্রতিস্থাপন করা হয়েছে। এখনো তিনি জীবনের কঠিন পর্যায়ে দাঁড়িয়ে রয়েছেন। অভিনেতা সাক্ষাৎকারে জানিয়েছেন, “ভারতীয় দর্শকদের জন্য আমি ভালো ছবি করতে চাই। এছাড়াও অভিনয়ের পাশাপাশি প্রযোজনা করার ইচ্ছা আছে।”

Bhallaldev Mahendra Bahubali

অভিনেতা রানার স্বপ্ন ছিল বলিউড অভিনেতাদের মতো দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রির অভিনেতাদের নাম ও যেন সবার মুখে মুখে প্রচার হয়। আজ বাস্তবে সেই স্বপ্ন পূরণ হয়েছে। ইতিমধ্যেই বহু বছর পর ভারতকে দুটি অস্কার এনে দিয়েছে দক্ষিণী সিনেমা। সিনেমা দুটি ‘আর আর আর’ (RRR) এবং ‘দ্য এলিফ্যান্ট হুইসপারার্স’ (The Elephant Whisperers)।