Skip to content

প্রকাশিত হলো বিশ্বের সবচেয়ে ধনী অভিনেতাদের তালিকা, এই তালিকায় কিং খানের স্থান দেখলে চমকে উঠবেন!

    img 20230121 150443

    ভারতীয় অভিনেতাদের মধ্যে বলিউডের কিং খান (Bollywood King Khan) অর্থাৎ শাহরুখ খান (Shahrukh Khan) এমন একজন অভিনেতা যাকে ছাড়া বিশ্ব চেনে। বলিউড অভিনেতাদের মধ্যে সবচেয়ে ধনী অভিনেতাদের তালিকায় তার নাম সর্বপ্রথম। সম্প্রতি একটি প্রতিবেদন থেকে জানা গেছে, সম্পত্তির নিরিখের তালিকায় সমস্ত অভিনেতাকে ছাপিয়ে গেছেন শাহরুখ খান (Sharukh Khan Net Worth)। এছাড়াও শোনা যাচ্ছে, হলিউডের অনেক প্রবীণ অভিনেতাকে ছাপিয়ে এগিয়ে গিয়েছেন শাহরুখ।

    Shahrukh Khan

    ৪০ বছর ধরে বলিউডে বিরাজ করছেন তিনি। ওয়ার্ল্ড অফ স্ট্যাটিসটিক্সের তরফ থেকে অফিশিয়াল টুইটারের মাধ্যমে জানানো হয়েছে যে, বিশ্বের আট জন ধনী অভিনেতাদের মধ্যে শাহরুখ খানের নামও রয়েছে এই তালিকায়। বর্তমানে শাহরুখ খানের কাছে ৭৭০ মিলিয়ন ডলারের সম্পত্তি আছে।

    Shahrukh Khan

    ভারতীয় মুদ্রায় শাহরুখ খানের সম্পত্তির পরিমাণ ৬৩০০ কোটি টাকা। ভারতের মধ্যে সেরা অভিনেতার খাতিরে তিনি এগিয়ে রয়েছেন। এমনকি শাহরুখ খানের সম্পত্তির পরিমাণের কাছে হার মেনে গেছে টম ক্রুজ, জ্যাকি চ্যানদের মত হলিউড সুপারস্টাররাও। তবে এই তালিকায় সর্বপ্রথম স্থানে রয়েছেন জেরি শ্যেনফিল্ড। তার কাছে কয়েক হাজার কোটি বিলিয়ন ডলার রয়েছে।

    Shahrukh Khan

    এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন, টাইলার পেরি এবং তার কাছেও রয়েছে বিলিয়ন ডলারারের সম্পত্তি। তৃতীয় স্থানে রয়েছেন ডোয়াইন জনসন যার সম্পত্তি শাহরুখের থেকে অল্প বেশি। মোট ৮০০ মিলিয়ন মার্কিন ডলার। গত ৪ বছরে শাহরুখ’কে দেখা যায়নি বড় পর্দায়। তবে আপনি কি জানেন তিনি প্রতিটি ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং বিজ্ঞাপনের জন্য প্রতিবছর কোটি কোটি টাকা উপার্জন করেন।

    Pathan

    অবশেষে অপেক্ষার অবসান। দীর্ঘ চার বছর পর আগামী ২৫ শে জানুয়ারি মুক্তি পাচ্ছে শাহরুখ ও দীপিকার ছবি “পাঠান” (Paathan)। আশা করা যাচ্ছে এই ছবি গোটা দেশে সারা ফেলে দেবে। বর্তমানে দক্ষিণ সিনেমা গুলির সাফল্যতার জন্য বলিউডের অবস্থা খুবই শোচনীয়। তবে এবার দর্শকদের ধারণা আবারো আগের মতো বলিউডের মোড় ফেরাতে পারে একমাত্র শাহরুখই।