Skip to content

Ration Card: রেশন কার্ডে এই কাজটি না করলে মিলবে না রেশন, তাই শীঘ্রই করে ফেলুন কাজটি

সম্প্রতি খাদ্যসাথী প্রকল্প (khadyasathi Scheme) নিয়ে এক নতুন আপডেট উঠে এলো রাজ্যে। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২৭ শে জানুয়ারি ২০১৬ সালে এই খাদ্যসাথী প্রকল্প টি চালু করেছিলেন। এই প্রকল্পের সাহায্যে রাজ্যের প্রায় ৯০ শতাংশ জনগণ অর্থাৎ প্রায় ৭ কোটি মানুষকে ২ টাকা প্রতি কেজি দরে চাল ও গম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এবার সেই খাদ্যসাথী প্রকল্পের উন্নত পরিষেবা পেতে সকল রেশন কার্ড (Ration card) হোল্ডারদের বার্তা দিল রাজ্য সরকার।

নতুন নিয়ম অনুসারে রেশন কার্ডের সঙ্গে লিংক করতে হবে আপনার আধার কার্ড (Aadhaar Card) নাম্বার। সম্প্রতি রাজ্যের খাদ্য ও সরবরাহ দপ্তর এই নিয়ে একটি ট্যুইট করেছে। যেখানে বলা হয়েছে, কিভাবে আপনি রেশন কার্ডের সঙ্গে আপনার আধার নাম্বার লিঙ্ক করবেন। ট্যুইটে আরো বলা হয়েছে যে, আপনার নিকটতম এই তিনটি জায়গায় গেলেই হবে আপনার কার্যসিদ্ধি-

Link ration card with aadhar

১. রেশন দোকান– খাদ্য ও সরবরাহ দপ্তর থেকে বলা হয়েছে যে, আপনার নিকটতম যেকোনো রেশন দোকানে গেলেই আপনার কার্যসিদ্ধি হবে।

২. বাংলা সহায়তা কেন্দ্র– আপনার রেশন কার্ডের সঙ্গে আধার নাম্বার লিঙ্ক করতে সাহায্য করবে বাংলা সহায়তা কেন্দ্র যা এই রাজ্যের প্রায় প্রতিটি প্রান্তে আছে।

Ration card (রেশন কার্ডে)

৩. ফুড ইন্সপেক্টরের অফিস– এছাড়াও আপনি এই কাজের জন্য যেতে পারেন আপনার নিকটতম ফুড ইন্সপেক্টরের অফিস।

প্রশাসনের তরফে জানানো হয়েছে, আপনার ঠিকানা যাই থাকুক না কেন, আপনি রাজ্যের যেকোনো প্রান্ত থেকে আপনার রেশন কার্ডের সঙ্গে আধার নাম্বার যুক্ত করতে পারেন।

খাদ্য ও সরবরাহ দপ্তর ট্যুইট-এ আরও বলেছে, এই বিষয়ে আরও তথ্য বা কোনো অভিযোগ থাকলে ১৯৬৭ অথবা ১৮০০ ৩৪৫ ৫৫০৫ নম্বরে ফোন করে জানাতে পারবেন গ্রাহক।