Skip to content

খুব সহজ পদ্ধতিতে এখন ঘরে বসেই করতে পারবেন আধার কার্ডের সাথে রেশন কার্ডের লিঙ্ক, বিস্তারিত পদ্ধতি জানতে

    কেন্দ্র মোদি সরকার ইতিমধ্যে ”এক দেশ,এক রেশন (Ration) কার্ড” প্রকল্প চালু করে দিয়েছে। তবে আমাদের রাজ্যে এখনও এই প্রকল্প কার্যকরী হয়নি। তাই দ্রুত “এক দেশ, এক রেশন কার্ড” প্রকল্প রাজ্যকে শুরু করতে নির্দেশ দিয়েছে মহামান্য সুপ্রিম কোর্ট। বর্তমানে রেশন কার্ডের (Ration Card) সাথে আধার কার্ডের (Aadhaar Card) নাম্বার লিঙ্ক করা ইতিমধ্যে শুরু করেছে রাজ্য সরকার। আপনি যদি এখনো আধার কার্ডের সাথে রেশন কার্ড নাম্বার লিংক না করিয়ে থাকেন তাহলে খুব শীঘ্রই এই কাজটি করে ফেলুন। রেশন কার্ডের সাথে আধার কার্ড নাম্বার লিংক না থাকার জন্য অনেক রেশন ডিলার রেশন দেওয়া বন্ধ করে দিয়েছে। কিভাবে এই লিঙ্কিং প্রসেসটি সম্পন্ন করবেন নিম্নে তা বিস্তারিত আলোচনা করা হলো।

    রেশন কার্ডের সাথে আধার কার্ড নম্বর লিঙ্ক করার পদ্ধতি।

    1. সর্বপ্রথম আপনাকে পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য দপ্তরের অফিশিয়াল ওয়েবসাইট https://food.wb.gov.in/ এ ক্লিক করে ওপেন করুন।

    2. লিঙ্ক ওপেন করার পর পেজ টির উপরে বাঁদিকে ‘Ration Card’ অপশন টি ক্লিক করুন।

    3. তারপর ‘Apply Online’ অপশন ক্লিক করুন।

    4. তার পরবর্তী ক্ষেত্রে ‘Apply for updation of mobile number and aadhar card for already existing ration card (form -11)’ অপশন সিলেক্ট করুন।

    5. সিলেট করার পর যে নতুন পেজ ওপেন হবে সেখানে আপনার রেশন কার্ডের লিঙ্ক করা মোবাইল নম্বরটি দিন।

    6. মোবাইল নম্বর দেওয়ার পরে আপনার একাউন্ট এর সমস্ত তথ্য দেখাবে। সেখানে আধার নম্বর সহ প্রয়োজনীয় নথিপত্র জমা করুন।

    Ration card

    Ration

    7. প্রয়োজনীয় নথি দেওয়ার পর ‘Submit’ অপশন ক্লিক করুন।

    এই প্রক্রিয়া গুলি ধাপে ধাপে অনুসরণ করলে আপনার আধার কার্ডের সাথে রেশন কার্ড লিঙ্ক করার প্রক্রিয়াটি সম্পন্ন হবে।

    আপনার রেশন কার্ডে কোন মোবাইল নাম্বার লিঙ্ক আছে তা জানার জন্য নিম্নে বর্ণিত ধাপগুলি অনুসরণ করুন।

    • ওপেন করা পেজে যেখানে মোবাইল নাম্বার দিতে বলা হয়েছে তার নিচে ‘I don’t know which mobile number I have in my ration card’ অপশনটি সিলেক্ট করুন।

    • তারপর রেশন কার্ডের ক্যাটাগরি সিলেক্ট করুন এবং রেশন কার্ড নম্বর দিন।

    এই প্রক্রিয়াটি সম্পন্ন করলে আপনার একাউন্টের সমস্ত তথ্য দেখা যাবে।

    Link Aadhaar card with ration card

    Ration

    আপনার রেশন কার্ডের সাথে আধার কার্ড নাম্বার লিঙ্ক হয়েছে কিনা কিভাবে বুঝবেন?

    1. সর্বপ্রথম পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তর এর অফিশিয়াল ওয়েবসাইট https://food.wb.gov.in/ ওপেন করুন।

    2. তারপর Verify Rationtion Card { Verify e-RC/DRC} অপশন ক্লিক করুন।

    3. তারপর যে নতুন পেজ ওপেন হবে সেখানে প্রয়োজনীয় তথ্য দিন।

    3. রেশন কার্ড ক্যাটাগরিও রেশন কার্ড নম্বর দিয়ে Captcha code ইনপুট করুন।

    এই প্রক্রিয়াটি অনুসরণ করলেই আপনার রেশন কার্ডের সাথে লিংক থাকা মোবাইল নাম্বার, পরিবারের সমস্ত সদস্যদের রেশন কার্ড ও আধার কার্ড নম্বর দেখতে পাবেন।