Skip to content

অরিজিৎ সিং এর কন্ঠের থেকে কোন অংশে কম নয় তার বোন! মধুর সুরে শ্রোতাদের করছেন মুগ্ধ

  img 20220824 195935

  বর্তমানে গানের রাজা হলেন অরিজিৎ সিং (Arijit Shing)।  টলিউড থেকে শুরু করে বলিউড এছাড়াও আরও বিভিন্ন ভাষায় তার সুরেলা কন্ঠের যাদুতে ছোট থেকে বড় সকলেরই মুহূর্তের মধ্যে মন ভরে যায়। প্রত্যেকেই তার গানের মধ্যে এক  অসাধারণতা খুঁজে পায়। সকলের কাছে তিনি গানের গুরুদেব। এই গুরুদেব তার অতুলনীয় কন্ঠে গান গেয়ে তুমুল প্রশংসা পেয়ে থাকেন শ্রোতাদের কাছ থেকে।

  এত বড় মাপের গায়ক হওয়া সত্বেও আমরা এই মানুষটিকে সাধারণ জীবন যাপন করতে দেখেছি। অরিজিৎ সিং সম্পর্কে বলতে শুরু করলে আর কোন কথা শেষ হয় না। তবে আপনারা কি জানেন শুধু অরিজিৎ সিং নয়, এই হৃদয় স্পর্শী সুরেলা কন্ঠের অধিকারী তার বোনও।

  Arijit Singh and his sister

  তার বোনের নাম অমৃতা সিং (Amrita Shing)। অরিজিৎ সিং এর মতন অমৃতা সিংয়ের দুর্দান্ত গানের কন্ঠে  রীতিমতো বাকরুদ্ধ হয়েছেন বহু শ্রোতা। তিনি দাদার মতোই লাইম লাইট থেকে দূরে থাকতে পছন্দ করেন। কোন সোশ্যাল মিডিয়া তো খুব বেশি সক্রিয় নন তিনি। তবে সম্প্রতি তাকে দেখা গেছে জি বাংলা খ্যাত ‘সা রে গা মা পা’ রিয়ালিটি শো তে।

  amrita singh

  আসন্ন ছবি বিসমিল্লাহ-এর প্রচার করতে তিনি এসেছিলেন গোটা টিম সহ জি বাংলার চ্যানেলের মঞ্চে। সকলে তার গান শুনে বাকরুদ্ধ হয়েছেন। তবে অনেকেরই অজানা যে অমৃতা আসলে অরিজিং সিং -এর বোন। বিসমিল্লা ছবিতে একটি গানও গেয়েছেন তিনি। যদিও অনেক বিতর্ক সৃষ্টি হয়েছে এই ছবিটি নিয়ে।

  amrita singh and Arijit Singh

  বয়কটের ডাক দেওয়া হয়েছে বিসমিল্লা ছবিটির। তবে অমৃতার গানে প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। অত্যন্ত সুন্দরীও তিনি। অমৃতা নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকতেই বেশ পছন্দ করে। খবর সূত্রে জানা গেছে, অমৃতা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন ২০১৭ সালে। তবে এর আগেও অমৃতা সিং বলিউডে প্লেব্যাক করার সুযোগ পেয়েছিলেন।