সদ্য কন্যা সন্তানের জন্ম দিয়েছেন? কন্যা সন্তানের ভবিষ্যতের জন্য এখন থেকেই ভাবুন। নিজের মেয়ের নামে প্রতিদিন 150 টাকা করে বিনিয়োগ করলেই মেয়ের বিয়ের বয়সে পাওয়া যাবে 22 লক্ষ টাকা। ভাবছেন কীভাবে সম্ভব! কন্যা সন্তানদের জন্য অর্থ সঞ্চয় এর চমৎকার সুযোগ নিয়ে এলো ভারতের বৃহত্তম জীবন বীমা সংস্থা Life insurance Corporation of India (LIC)। নিজেদের নতুন প্রকল্প LIC Kanyadan Policy এর মধ্য দিয়ে মধ্যবিত্ত পরিবার গুলির জন্য এমনই নীতি নিয়ে এল LIC।
কি আছে এই প্রকল্পে? নিজের মেয়ের নামের দেড়শো টাকা রোজ জমা করুন। তাহলেই মেয়ের বিয়ের সময় হাতে পেয়ে যাবেন 22 লক্ষ টাকা। এই নীতির ফলে দেশের এক বড় অংশের নিম্নবিত্ত মধ্যবিত্ত পরিবারের বাবা-মায়ের চিন্তা অনেকটাই কমবে বলে মনে করা। মধ্যবিত্ত পরিবারের মেয়ের বিয়ে দেয়ার সময় পরিবারের সঞ্চয় এর প্রায় অর্ধেকটাই শেষ হয়ে যায়। বেসরকারি জীবন বীমা এর প্রিমিয়াম ভরতে গিয়ে নাজেহাল হতে হয় এই সমস্ত মধ্যবিত্ত পরিবার গুলিকে।
সেখানে LIC দিচ্ছে মাত্র দেড়শো টাকার বিনিময় এ 22 লক্ষ টাকা লাভের সুযোগ। শুধু মেয়ের বিয়ে নয়, যতদিন না মেয়ে এর বিয়ে হচ্ছে ততদিন মেয়ের পড়াশোনার জন্য প্রয়োজনে ওই টাকা ব্যবহার করা যাবে। তবে যে কোন পলিসি এর মতই এই পলিসি নিয়েও প্রশ্ন উঠেছে। প্রশ্ন উঠছে এই যে, যে এই পলিসি তে টাকা দিচ্ছে তার যদি অকস্মাৎ মৃত্যু হয় সে ক্ষেত্রে পলিসি টির কি হবে? LIC বলছে এ ক্ষেত্রে কোন ভাবেই পলিসি বন্ধ হবে না।
যার মৃত্যু হবে তিনি মৃত্যুর আগে পর্যন্ত যেভাবে টাকা দিচ্ছিলেন সেভাবেই টাকা দেওয়া যাবে পরবর্তী ক্ষেত্রে। এবং পলিসি টি ও একইরকম ভাবে চলবে। উপরন্তু তার মৃত্যুর পর পরিবার ন্যূনতম দশ লক্ষ টাকা পাবে। যে ব্যক্তি প্রিমিয়াম এর টাকা দিচ্ছিলেন তার মৃত্যুর দুর্ঘটনাজনিত কারণে হয় সে ক্ষেত্রে পরিবার কুড়ি লক্ষ টাকা পাবেন।